মিসির আলীতে মগ্ন চঞ্চল

প্রয়াত কথাশিল্পী হুমায়ুন আহমেদের উপন্যাস অবলম্বনে নির্মিত চলচ্চিত্র ‘দেবী’ নিয়ে ব্যস্ত সময় পার করছেন চঞ্চল চৌধুরী। ছবিটি পরিচালনা করছেন অনম বিশ্বাস। অনুদানে নির্মিত এই ছবিটি দিয়ে প্রযোজনায় নাম লিখিয়েছেন অভিনেত্রী জয়া আহসান। ছবিটিতে চঞ্চল মিসির আলী চরিত্রে অভিনয় করছেন। এখন মিসির আলীকে নিজের মাঝে ফুটিয়ে তুলতে চেষ্টা করে যাচ্ছেন।
এ নিয়ে চঞ্চল টাকাটাইমসকে বলেন, এখন দেবী চলচ্চিত্র নিয়েই ব্যস্ত রয়েছি। পাশপাশি তিনটি সিরিয়ালে অভিনয় করছি। এছাড়া সম্প্রতি একটি বিজ্ঞাপন চিত্রের কাজ করেছিলাম। সেটিও প্রচারের অপেক্ষায় আছে।’
নাটক না সিনেমা, কোন মাধ্যমে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন? এমন প্রশ্নের জবাবে চঞ্চল চৌধুরী বলেন, ‘দেখুন আমি একজন অভিনেতা। আমার কাজই অভিনয় করা। সিনেমা যখন করি তখন সিনেমা আর নাটক যখন করি তখন নাটক। আর টিভিতে অভিনয়ই আমার প্রধান পেশা। পাশাপাশি যখন ভালো কোন অফার পাই তখন এক দুই বছর অন্তরে এক একটি সিনেমা করি।দুটোতোই আমি স্বাচ্ছন্দ্যে অভিনয় করি।’
ভবিষ্যত পরিকল্পনা নিয়ে তিনি বলেন, ‘অভিনয় করছি এখন, অভিনয়টাই করে যেতে চাই।’
আয়নাবাজী সিনেমায় অভিনয় করে চঞ্চল তার অভিনয় দক্ষতার প্রমাণ দিয়েছেন। নাটকেও জনপ্রিয় তিনি।
এখন চঞ্চলের অভিনীত তিনটি নাটক বিভিন্ন চ্যানেলে প্রচার হচ্ছে। নাটকগুলো হলো-মোস্তফা কামাল রাজের ‘পোস্ট গ্রাজুয়েট’, আবু হায়াত মাহমুদের ‘বৃষ্টিদের বাড়ি’ ও বৃন্দাবন দাসের রচনায় এবং সঞ্জিত সরকারের পরিচালনায় ‘মজনু একজন পাগল নহে’।
(ঢাকাটাইমস/২৭মার্চ/এজেড)

মন্তব্য করুন