র‌্যাঙ্কিং ভাবনা নিয়ে বিকালে মাঠে নামছে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১২ মে ২০১৭, ০৯:০১| আপডেট : ১২ মে ২০১৭, ১৬:৪১
অ- অ+

বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে আজ শুরু হচ্ছে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ। ডাবলিনের ম্যালাহাইডে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল পৌঁনে চারটায়। এই সিরিজে অন্য দলটি হচ্ছে নিউজিল্যান্ড।

র‌্যাঙ্কিং ভাবনা মাথায় নিয়েই এই সিরিজ খেলতে নামছে টাইগাররা। কারণ, আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে যারা সেরা সাতে থাকবে তারা ২০১৯ সালের বিশ্বকাপে সেরা সরাসরি খেলবে। আর স্বাগতিক হিসেবে ইংল্যান্ড এমনিতেই সরাসরি অংশ নেয়ার সুযোগ পাবে।

আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে এখন ৯১ রেটিং পয়েন্ট নিয়ে সপ্তম অবস্থানে রয়েছে বাংলাদেশ। ৯৩ পয়েন্ট নিয়ে ষষ্ঠ অবস্থানে রয়েছে শ্রীলঙ্কা। এই সিরিজের মাধ্যমেই টাইগারদের ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে ছয়ে উঠার সুযোগ রয়েছে।

ত্রিদেশীয় সিরিজে টাইগাররা মোট চারটি ম্যাচ খেলবে। মাশরাফি বাহিনী আয়ারল্যান্ডের বিপক্ষে দুইটি ও নিউজিল্যান্ডের বিপক্ষে দুইটি করে ম্যাচ খেলবে। এই চারটি ম্যাচেই যদি বাংলাদেশ জিততে পারে তাহলে টাইগারদের ছয় পয়েন্ট বাড়বে।

আর টাইগাররা যদি তিনটি ম্যাচে জিততে পারে তাহলে যোগ হবে তিন পয়েন্ট। আর এমনটি হলেই র‌্যাঙ্কিংয়ে ষষ্ঠ অবস্থানে উঠে যাবে বাংলাদেশ। ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে বর্তমানে ১২৩ রেটিং পয়েন্ট নিয়ে প্রথম অবস্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকা। ১১৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে অস্ট্রেলিয়া। আর ১১৭ পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ভারত।

সহযোগী দেশগুলোর বিরুদ্ধে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি রান তামিম ইকবালের। ১৮টি ওয়ানডে ম্যাচ খেলে তিনি সংগ্রহ করেছেন ৭৩৭ রান। আর উইকেট শিকারের দিক থেকে সেরা মাশরাফি বিন মুর্তজা। ২৫টি ওয়ানডে ম্যাচ থেকে তিনি শিকার করেছেন ৪৩টি উইকেট।

টাইগার দলপতি মাশরাফি বিন মুর্তজার উপর এক ম্যাচের নিষেধাজ্ঞা থাকায় এই ম্যাচে খেলতে পারবেন না। তাই আজ বাংলাদেশ দলকে নেতৃত্ব দিবেন সাকিব আল হাসান। মাশরাফি বিন মুর্তজার জায়গায় বল করতে দেখা যাবে শফিউল ইসলামকে। আয়ারল্যান্ডের বিরুদ্ধে এখন পর্যন্ত সাতটি ওয়ানডে ম্যাচ খেলে বাংলাদেশ পাঁচটিতে জিতেছে ও দুইটিতে হেরেছে।

বাংলাদেশ একাদশ (সম্ভাব্য): তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, সাকিব আল হাসান (অধিনায়ক), মোসাদ্দেক হোসেন সৈকত, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, শফিউল ইসলাম, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান।

আয়ারল্যান্ড একাদশ (সম্ভাব্য): এড জয়েস, পল স্টার্লিং, উইলিয়াম পোর্টারফিল্ড (অধিনায়ক), অ্যান্ডি বলবার্নি, নিয়াল ও’ব্রাইন (উইকেটরক্ষক), গ্যারি উইলসন, কেভিন ও’ব্রাইন, জর্জ ডকরেল, ব্যারি ম্যাকার্থি, টিম মুরতাঘ, পিটার চেজ।

(ঢাকাটাইমস/১২ মে/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নরসিংদীতে ৮ মামলার আসামিকে গুলি ও কুপিয়ে হত্যা
কলরেকর্ড ফাঁসের জেরে থাই প্রধানমন্ত্রী পেতংতার্ন বরখাস্ত
চীন থেকে তড়িঘড়ি যে কারণে দেশে ফেরেন শেখ হাসিনা, কিন্তু…
নির্বাচনী বাজেটে কোনো কার্পণ্য করা হবে না: অর্থ উপদেষ্টা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা