‘আমিও মানুষ’

‘আমার সিদ্ধান্তের কারণে কেউ যদি কষ্ট পেয়ে থাকে, তাহলে তার কাছে আমি ক্ষমা চাচ্ছি। দলের খারাপ পারফরম্যান্সের জন্য আমার কাছে কোনো অজুহাত নেই। আমি সব সময়ই দলকে উৎসাহিত করার চেষ্টা করি এবং সামনে থেকে নেতৃত্ব দেয়ার চেষ্টা করি। তবে আমিও তো মানুষ। আমারও তো ভুল হতে পারে।’ দ্বিতীয় টেস্টে হারের পর এমন আবেগী কণ্ঠ মুশফিকুর রহিমের।
ভালো করলে সবার, খারাপ করলে অধিনায়কের মন্তব্য মুশির। ‘যখন দল ভালো খেলে তখন কৃতিত্ব দলের সবার, টিম ম্যানেজমেন্টের। কিন্তু দল যখন বাজে খেলে তখন সব দায় এসে পড়ে অধিনায়কের ওপর।’
এদিকে দলনেতার আসন ছাড়া নিয়ে মুশফিক বলেন, ‘আমি কেন সরে যাব? এটা তো ব্যক্তিগত কোনো খেলা না, দলীয় খেলা। অবশ্যই অধিনায়ক হিসেবে সব ব্যর্থতায় দায় আমার দিকেই আসবে। আমি সেটা নিচ্ছিও। দেশকে নেতৃত্ব দেওয়া আমার জন্য অনেক সম্মানের। আমি গর্বিত। এটা হবে বোর্ডের সিদ্ধান্ত। কারণ, তারাই আমাকে এনেছে।’
তবে নেতৃত্ব নিয়ে সিদ্ধান্ত বোর্ডের ওপর ছাড়লেন মুশফিক। ‘আমাকে সরানো হবে কি না এই সিদ্ধান্তের ভার বোর্ডের ওপর। তারাই আমাকে এই সম্মান, দেশকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব দিয়েছে। আমি সততার সঙ্গে আমার সেরা চেষ্টা করেছি। তারা যদি সন্তুষ্ট না হয় তাহলে সিদ্ধান্ত নিতে পারে।’
উল্লেখ্য, প্রথম টেস্ট ৩৩৩ রানে হারের পর আজ দ্বিতীয় টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ইনিংস এবং ২৫৪ রানে পরাজিত হয়েছে বাংলাদেশ।
(ঢাকাটাইমস/০৯অক্টোবর/জেইউএম)

মন্তব্য করুন