সূক্ষ্ম কারচুপির আশঙ্কা করছেন সাখাওয়াত

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২৩ ডিসেম্বর ২০১৬, ০৯:৪০ | প্রকাশিত : ২২ ডিসেম্বর ২০১৬, ২২:৪৩

বিপুল ভোটের ব্যবধানে হেরে যাওয়াটা মেনে নিতে পারছেন না বিএনপি প্রার্থী সাখাওয়াত হোসেন খান। তিনি এর পেছনে সূক্ষ্ম কারচুপি থাকতে পারে বলে আশঙ্কা করছেন। তবে এ ব্যাপারে স্পষ্ট কোনো প্রমাণ তিনি দিতে পারেননি।

বৃহস্পতিবার রাতে চূড়ান্ত ফলাফলে বেসরকারিভাবে সেলিনা হায়াৎ আইভী নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হয়ে যাওয়ার পর সাংবাদিকদের কাছে তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় সাখাওয়াত এই আশঙ্কার কথা জানান।

সাখাওয়াত বলেন, ‘আমরা এখনও পুরো ফলাফল হাতে পাইনি। মাত্র ৩০টি কেন্দ্রের ফলাফল লিখিত আকারে হাতে পেয়েছি। বাকিগুলো পেলে পর্যালোচনা করে বলতে পারবো এর পেছনে কী হয়েছে।’

বিএনপি প্রার্থী অভিযোগ করেন, শুরু থেকেই নির্বাচন কমিশন লেভেল প্লেয়িং তৈরি করেনি। দুই দল সমান সুবিধা পায়নি। তিনি অধিকার থেকে বঞ্চিত হয়েছেন বলেও অভিযোগ তার।

সাখাওয়াত হোসেন বলেন, ‘আমরা নির্বাচন কমিশনের ওপর আস্থা রেখেছিলাম। কিন্তু তারা আমাদের আস্থার জায়গাটি নড়বড়ে করে দিয়েছে। এই নির্বাচনের পর বিএনপি আর এই কমিশনের ওপর আস্থা রাখতে পারে না।’

সাখাওয়াত হোসেন কারচুপির উদাহরণ দিয়ে বলেন, একটি কেন্দ্রের মোট ভোটার সংখ্যা এক হাজার। অথচ ঘোষিত ফলাফলে দেখানো হয়েছে আওয়ামী লীগ পেয়েছে আটশ আর বিএনপি পেয়েছে পাঁচশ। তাহলে বাকি তিনশ ভোট কোথায় থেকে এলো-প্রশ্ন সাখাওয়াতের।

বৃহস্পতিবার সন্ধ্যার পর যখন ফলাফল আসতে থাকে তখনই আঁচ করা যাচ্ছিল আইভী পুনরায় মেয়র হতে যাচ্ছেন। সাখাওয়াতসহ দলীয় নেতাকর্মীরা নিজ নিজ বাসায় চলে যান। তবে সাংবাদিকরা সাখাওয়াত হোসেনকে তার বাসায় গিয়ে ঘিরে ধরলে তিনি তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানান।

(ঢাকাটাইমস/২২ডিসেম্বর/জেবি)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

ওমরাহ করতে সস্ত্রীক ঢাকা ছাড়লেন মির্জা ফখরুল

বিএনপির রাজনীতির মূল উদ্দেশ্য যে কোনো উপায়ে ক্ষমতা দখল: ওবায়দুল কাদের

রাজধানীতে জনসাধারণের মাঝে মহিলা পার্টির পানি ও শরবত বিতরণ

বিএনপি নয়, আ.লীগের নেতা ও তাদের স্বজনরা দেশ ছেড়ে যাচ্ছে: রিজভী

উপজেলা নির্বাচন: এমপি-মন্ত্রীর কোন কোন স্বজন অংশ নিতে পারবেন না জানালেন শেখ হাসিনা

এভারকেয়ারে ভর্তি খালেদা জিয়া, এবার কতদিন থাকতে হবে হাসপাতালে?

ত্যাগের মহিমায় মানবসেবা করে গিয়েছেন স্বামী বিবেকানন্দ: মেয়র তাপস

ঢাকা মহানগর দক্ষিণ আ.লীগে বিশৃঙ্খলা, নানা প্রশ্ন

সব জিনিসের দাম বাড়লেও কমেছে শ্রমিকের দাম: সাইফুল হক

বঞ্চিত মেহনতি-শ্রমিক জনতাই এই ফ্যাসিবাদী সরকারের পতন ঘটাবে: এবি পার্টি

এই বিভাগের সব খবর

শিরোনাম :