প্রবাসীদের অর্থে কর নয়, সৌদি সরকারের নতুন সিদ্ধান্ত

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ২৩ জানুয়ারি ২০১৭, ২০:৪২ | প্রকাশিত : ২৩ জানুয়ারি ২০১৭, ২০:৩৪

প্রবাসীদের পাঠানো অর্থে কোনো কর বসাবে না সৌদি আরব। দেশটির অর্থ মন্ত্রণালয় রবিবার এক টুইট বার্তায় এই তথ্য দেয়। প্রবাসীদের পাঠানো অর্থের ওপর ৬ শতাংশ করা বসানোর শুরা কাউন্সিলের প্রস্তাবের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নিয়েছে অর্থ মন্ত্রণালয়। খবর বিবিসির।

সৌদি আরবে তিন কোটি মানুষের বসবাস করে, যার তিন ভাগের এক ভাগই অভিবাসী। এরমধ্যে রয়েছে লাখ লাখ বাংলাদেশি শ্রমিকও।

কাজের খোঁজে যাওয়া এসব শ্রমিকদের অন্যতম আকর্ষণের বিষয়ই ছিলো সেখানে কর্মরত শ্রমিকদের আয় করা অর্থ দেশে পাঠানোর সময় কোনো কর দিতে হয় না। কিন্তু সম্প্রতি বিশ্ব বাজারে তেলের মূল্য পড়ে যাওয়ায় দেশটিতে বাজেট ঘাটতি তৈরি হয়েছে। এরপর গত বছর নানা ধরনের সংস্কার ঘোষণা করা হয়েছে।

বাজেট ঘাটতি কমাতেই শ্রমিকদের অর্থ দেশে পাঠানোর সময় তাতে ৬ শতাংশ হারে কর আরোপের সুপারিশ করেছিলো দেশটির শুরা কাউন্সিল।

এই কাউন্সিল দেশটিতে খুবই সম্মানের স্থান দখল করে রয়েছে। কিন্তু তার অর্থ এই নয় যে তাদের সুপারিশ সব সময় মেনে নেয়া হয়।

শ্রমিকদের অর্জিত অর্থ দেশে পাঠানোর সময় তাতে এমন কোন কর আরোপ করা হবে না বলে জানিয়েছেন দেশটির অর্থ মন্ত্রণালয়। এক টুইটার বার্তায় তারা বিষয়টি জানিয়েছে।

সৌদি আরবের অর্থ মন্ত্রণালয়ের এই টুইটে বলা হয়েছে, 'সৌদি রাজ্য আন্তর্জাতিক মান বজায় রেখে পুঁজির অবাধ প্রবাহের নীতিতে বিশ্বাস করে।'

এই টুইটার বার্তায় মন্ত্রণালয় যা জানিয়েছে তাতে হয়ত হাঁফ ছেড়ে বেঁচেছেন লাখ লাখ শ্রমিক।

(ঢাকাটাইমস/২৩জানুয়ারি/এসআই)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

রাফাহতে ইসরায়েলি হামলার বিরুদ্ধে বৈশ্বিক পদক্ষেপ চায় জাতিসংঘ

চাঁদে স্যাটেলাইট পাঠাচ্ছে পাকিস্তান

চীনে মহাসড়ক ধসে অন্তত ১৯ জন নিহত

পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনের কারণে ফিলিস্তিন রাষ্ট্র গঠন কঠিন হয়ে গেছে: ক্যামেরন

কলম্বিয়ার সেনাবাহিনীর লাখ লাখ বুলেট, মিসাইল চুরি 

যৌন নিপীড়নের ৩ হাজার ভিডিও ফাঁস: কে এই প্রাজ্জ্বল রেভান্না?

কেনিয়ায় বৃষ্টি ও বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৬৯

ফিলিস্তিনপন্থি বিক্ষোভকারীদের গ্রেপ্তারে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে নিউইয়র্ক সিটি পুলিশ

ফিলিস্তিন ইস্যুতে বিক্ষোভকারী শিক্ষার্থীদের বহিষ্কার করছে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়

যুদ্ধবিরতি চুক্তি না হলে ৭২ ঘণ্টার মধ্যে রাফাহতে আক্রমণ চালাবে ইসরায়েল

এই বিভাগের সব খবর

শিরোনাম :