১৮ মার্চ বিজিএমইএর কর্মসংস্থান মেলা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৬ মার্চ ২০১৭, ১৬:৫১
ফাইল ছবি

কর্মসংস্থান মেলার আয়োজন করতে যাচ্ছে পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ। আগামী ১৮ মার্চ এই মেলায় ৪০টির মতো বড় বড় শিল্প প্রতিষ্ঠান কর্মী বাছাই করবে। এক হাজারের শ্রমিক এবং বেশ কিছু ম্যানেজমেন্ট ট্রেইনি এতে অংশগ্রহণ করবে। এদের মধ্য থেকে শিল্প প্রতিষ্ঠানগুলো তাদের চাহিদা অনুযায়ী সাক্ষাৎকারের মাধ্যমে শ্রমিক ও কর্মকর্তা সংগ্রহ করতে পারবে।

বৃহস্পতিবার কারওয়ানবাজারে বিজিএমইএ কমপ্লেক্সের সম্মেলনে কক্ষে হলে এক সংবাদ সম্মেলনে বিজিএমইএর সভাপতি সিদ্দিকুর রহমান এসব তথ্য জানান। তিনি জানান, বিজিএমইএ যাদেরকে প্রশিক্ষণ দিয়েছে, তারাই শুধু এই মেলায় চাকরি পাবে।

সিদ্দিকুর রহমান বলেন, বিজিএমএ-এসইআইপি দেশের ৩৫টি জেলায় ২০ হাজার প্রশিক্ষণার্থীকে প্রশিক্ষণ দিয়েছে। এদের মধ্যে প্রায় ১০ হাজার জনকে চাকরি দেয়া হয়েছে। বর্তমান প্রতিযোগিতামূলক বাজারে বিজিএমইএ-এসইআইপি প্রশিক্ষণপ্রাপ্তদের নানাভাবে সহযোগিতা করে চাকরির ব্যবস্থা করে থাকে বলেও জানান তিনি।

বিজিএমইএ সভাপতি বলেন, ‘আমাদের এই প্রক্রিয়া চলমান। এটা এমন নয় যে মেলা শেষে চাকরি প্রদান শেষ। এই মেলা এক ধরনের পরিচিতি পর্ব। এর মধ্য দিয়ে পরবর্তীতে ফ্যাক্টরিগুলি তাদের চাহিদা অনুয়ায়ী ওয়ার্কার ও অফিসার সংগ্রহ করতে পারবে।’

এক প্রশ্নের জবাবে সিদ্দিকুর রহমান বলেন, এই মেলার মাধ্যমে সব কারখানা, চাকরি প্রার্থী এক জায়গায় মিলিত হবে। এখানে যত চাকরি প্রার্থী আসবে তারা সবাই প্রশিক্ষণপ্রাপ্ত। বিজিএমইএর বিভিন্ন প্রকল্প থেকে প্রশিক্ষণার্থীরা এখানে আসবে বলে জানান তিনি।

সিদ্দিকুর রহমান বলেন, ‘আমাদের বিশাল জনগোষ্ঠীকে শক্তিতে রূপান্তর করতে দক্ষতার বিকল্প নেই। এ লক্ষ্যে বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয় স্কিল ফর এমপ্লোয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম-এসইআইপি গঠন করে। এই প্রকল্পে নয়টি বাণিজ্য সংগঠন, পাঁচটি সরকারি বেসরকারি সংস্থার মাধ্যমে ২০১৮ সালে দুই লাখ ৬০ হাজার দক্ষ জনশক্তি গড়ার পদক্ষেপ নিয়েছে।’

(ঢাকাটাইমস/১৬মার্চ/জিএম/ডব্লিউবি)

সংবাদটি শেয়ার করুন

অর্থনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অর্থনীতি এর সর্বশেষ

ছয়বারে সোনার দাম ১০৩৭৮ টাকা বাড়ার পর কমলো ১০৮৪

রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কার পেল ২০ প্রতিষ্ঠান

রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কার পেল ‘স্নোটেক্স’

স্ট্যান্ডার্ড ব্যাংক ও ইরা ইনফোটেকের মধ্যে চুক্তি 

শ্রেষ্ঠ উদ্ভাবনী উদ্যোগের জন্য পুরস্কার পেল বিএইচবিএফসি

‘স্বাধীনতা সুবর্ণজয়ন্তী পুরস্কার-২০২৩’ পেল আইবিসিএমএল 

বিসিএসআইআর এবং আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মধ্যে গবেষণা চুক্তি 

বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে রংপুরে শুরু হলো গ্রাহক সচেতনতা সপ্তাহ

পল্লী সঞ্চয় ব্যাংকের উদ্ভাবনী উদ্যোগ প্রদর্শনী ও শ্রেষ্ঠ উদ্ভাবনী উদ্যোগ নির্বাচনি অনুষ্ঠান

মেরামতের পর চট্টগ্রাম সিটি করপোরেশনকে ৩টি ডাম্প ট্রাক হস্তান্তর করেছে বিআরটিসি

এই বিভাগের সব খবর

শিরোনাম :