অ্যাসরকের নতুন মাদারবোর্ড বাজারে

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৬ জুন ২০১৭, ১৬:০৫

কম্পিউটার সিটি টেকনোলজিস লিমিটেড বাজারে এনেছে অ্যাসরকের নতুন মডেলের মাদারবোর্ড। মডেল এক্স৯৯ টাইচি। ২০১১-৩ সকেটের এই মাদারবোর্ডটি ইন্টেলের পঞ্চম প্রজন্মের কোর আই ৭ ও ১৮ কোরের জিয়ন প্রসেসর সমর্থন করে।

মাদারবোর্ডটিতে মোট ৮ টি র‌্যাম স্লট রয়েছে যা চার চ্যানেল ৩৩০০ বাসের ডিডিআর ৪ র‌্যাম সংযোজন করা যাবে। কোর আই ৭ এর সাথে সর্বোচ্চ ১২৮ জিবি ও জিয়ন প্রসেসরে সাথে সর্বোচ্চ ২৫৬ জিবি র‌্যাম ইনস্টল করা যায় মাদারবোর্ডটিতে।

এতে রয়েছে ৭.১ চ্যানেলের অডিও আউটপুট অপশন যা পিউরিটি সাউন্ড ও ডিটিএস কানেক্ট প্রযুক্তি সমর্থন করে।

মাদারবোর্ডটির সাথে দুটি ওয়ারলেস ল্যান রয়েছে যা ওয়াই ফাই হিসেবে কাজ করে। রয়েছে তিনটি পিসিআই এক্সপ্রেস স্লট, ২ টি ইউএসবি ৩.১ ও ৫ টি ইউএসবি ৩.০ পোর্ট।

মাদারবোর্ডটির মূল্য ২৬ হাজার টাকা।

(ঢাকাটাইমস/৬জুন/এজেড)

সংবাদটি শেয়ার করুন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :