স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র কবরের প্রিমিয়ার শো অনুষ্ঠিত

শেখ সাইফ, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৬ অক্টোবর ২০১৭, ২১:৪০

অনুষ্ঠিত হলো স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘কবরে’র প্রিমিয়ার শো। পল্লী কবি জসীম উদ্দিনের ‘কবর’ কবিতা অবলম্বনে নির্মাণ করা হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘কবর’। ১৭ মিনিটের এ চলচ্চিত্রটি নির্মাণ করেছেন রাশিদ পলাশ।

সোমবার বিকেলে রাজধানীর সেভেনহিল রোস্তোরাঁয় কবর চলচ্চিত্রের প্রিমিয়ার শোর আয়োজন করা হয়।

স্বল্পদৈর্ঘ্য এ চলচ্চিত্রটির ব্যাপারে পরিচালক রাশিদ পলাশ বলেন, ‘ছোট বেলায় যখন কবর কবিতাটি পড়েছি তখন ছিলো আমাদের লাল-নীল জীবন। সে সময় যারা কবিতাটি পড়েছেন তারা কবিতাটি অনুধাবন করতে পেরেছেন। সেই দৃষ্টিভঙ্গিটিই মূলত আমি সেলুলয়েড পর্দায় দেখানোর চেষ্টা করেছি।’

চরিত্রায়ণ নিয়ে পরিচালক বলেন, ‘গল্পের প্রয়োজনে পুত্রবধূ চরিত্রে চিত্রনায়িকা চম্পা ও শাশুড়ি চরিত্রে কাজি নওশাবাকে নিয়েছি।’

ছবিতে দেখানো হবে, কবিতায় থাকা দাদীর খুব ছোট বেলায় বিয়ে হয়েছিল। সে অনেক ছোট থাকতে সংসারে এসেছেন।

নির্মাতা বলেন, সাহিত্য হচ্ছে আমাদের চেনা গল্প। আমরা পড়েছি, জেনেছি আমাদের মতো করে। কাটপেস্ট না করে আমাদের সাহিত্য থেকে নিয়ে অনেক কাজ করা যায়।’

‘কবর’ চলচ্চিত্রে চারটি চরিত্রকে ফুটিয়ে তুলেছেন উল্লেখ করে পরিচালক বলেন, এটি কয়েকটি ফেস্টিভ্যালে যাবে। আমরা কয়েকটি আমন্ত্রণ পেয়েছি। এছাড়া কয়েকটি স্কুলে দেখানোর জন্য আমন্ত্রণ পেয়েছি। স্কুলগুলোতে দেখানো হবে। সরকার যদি ইচ্ছা করে এটি পাঠ্যসূচিতে নিতে পারে। এখন তো সব স্কুলে প্রোজেক্টরের মাধ্যমে পড়াশুনা করানো হয়। এটি নিয়ে দেখানোর ব্যবস্থা করলে সেটি ভালো হতে পারে আসা করি।

উৎসবে প্রদর্শনের পর এটি অনলাইনে ছেড়ে দেয়া হবে বলেও জানান পরিচালক।

‘কবর’ চলচিত্রের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান, চম্পা, মাহিবী জাহান, কাজী নওশাবা, শিমুল খান, সাদিয়া ইসলাম, সুমি কাওসার, মুহিব, প্রণব ঘোষ প্রমুখ।

পূণ্য ফিল্মস প্রযোজিত ‘কবর’ চলচ্চিত্রের স্ক্রিপ্ট করেছেন ফেরারী ফরহাদ। ভোকাল দিয়েছেন দীপক সুমন। গানের কথা ও সুর করেছেন বিজয় সরকার।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চিত্রনায়িকা সিমলা, পূণ্য ফিল্মসের সত্ত্বাধিকারী সাদিয়া মজুমদারসহ আরো অনেকে।

(ঢাকাটাইমস/১৬অক্টোবর/এসএস/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বিনোদন এর সর্বশেষ

‘বাণিজ্যিক সিনেমার নির্মাতাদের অনুদান দিলে চলচ্চিত্র এগিয়ে যাবে’

যে পানীয়র গুণে ৫০ বছরেও এত মোহময়ী মালাইকা অরোরা

অস্কারজয়ী বাঙালি নির্মাতা সত্যজিৎ রায় সম্পর্কে কতটুকু জানেন

‘চলচ্চিত্র শিল্পে সমস্যা ও উত্তরণের উপায়’ শীর্ষক গোলটেবিল বৈঠক

সুবর্ণা মুস্তাফার স্বামীর সঙ্গে প্রেমের গুঞ্জন! যা বললেন নীলাঞ্জনা

শাকিব খান কি সত্যি তৃতীয় বিয়ের পথে? যা জানালেন আরশাদ আদনান

আমরা কি শ্রমিকদের সঠিক মর্যাদা দিতে পারছি?

মেয়ের বয়স ১১ মাস, এবার ছেলের বাবা হলেন চিত্রনায়ক রোশান

মে দিবসে দেখতে পারেন শোষিত মানুষের এই তিন সিনেমা

কনসার্টে নাচছেন ট্রাম্প-রবীন্দ্রনাথ, মূল ভিডিওটি আসলে কার?

এই বিভাগের সব খবর

শিরোনাম :