মহামানবদের সঙ্গে খালেদার নিজের তুলনা অসভ্যতা: খালিদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১০ নভেম্বর ২০১৭, ২০:৩৪

মামলার প্রসঙ্গ টেনে মহামানবদের সঙ্গে খালেদা জিয়ার নিজের তুলনা করাকে অসভ্যতার শামিল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী। তিনি বলেন, মহাত্মা গান্ধী, নেলসন ম্যান্ডেলা ও বঙ্গবন্ধুর মতো মহামানবদের সঙ্গে নৈরাজ্য, আগুন সন্ত্রাস ও জঙ্গিবাদের জননী খালেদা জিয়া নিজের তুলনা করেছেন। যা চরম অসভ্যতা। মহামানবদের খাটো করার এ হীন চেষ্টায় গোটা বিশ্ববাসী লজ্জিত হয়েছে।

শুক্রবার দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খালিদ বলেন, ‘আগুন দিয়ে পুড়িয়ে মানুষ হত্যা ও নৈরাজ্য সৃষ্টির জবাব না দিয়ে খালেদা জিয়াকে এক ইঞ্চি জায়গাও পার হতে দেয়া হবে না।’ তিনি বলেন, ‘সেই ২০০১ সাল থেকে এখন পর্যন্ত খালেদা জিয়া এ দেশকে রক্তাক্ত করার চেষ্টা করে যাচ্ছেন। সমগ্র পৃথিবী যখন অশান্ত তখন বাংলাদেশে শান্তি স্থাপন করে দেশকে সমৃদ্ধির দিকে নিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’

আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘খালেদা জিয়া শুরুতে সব মানি না বলেন, আবার পরে মানতে বাধ্য হন। শুরুতে এ সরকারকে তিনি অবৈধ বলেছেন; এখন এ সরকারের সঙ্গে সংলাপ করতে চান। শুরুতে সংবিধান মানতে চাননি; এখন সংবিধান সংবিধান করে বেড়ান ‘

খালিদ বলেন, ‘বাংলাদেশে শেখ হাসিনার সরকার আইনের শাসন নিশ্চিত করেছেন। সংবিধানকে সমুন্নত রেখেছেন।’

সভায় আরও বক্তব্য দেন মনোরঞ্জন শীল গোপাল এমপি, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি বজলুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান চৌধুরী মাইকেল, উপজেলা আওয়ামী লীগ সভাপতি জাকারিয়া জাকা, কৃষক লীগ নেতা শিবলী সাদিক প্রমুখ।

(ঢাকাটাইমস/১০নভেম্বর/টিএ/জেবি)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

ওমরাহ করতে সস্ত্রীক ঢাকা ছাড়লেন মির্জা ফখরুল

বিএনপির রাজনীতির মূল উদ্দেশ্য যে কোনো উপায়ে ক্ষমতা দখল: ওবায়দুল কাদের

রাজধানীতে জনসাধারণের মাঝে মহিলা পার্টির পানি ও শরবত বিতরণ

বিএনপি নয়, আ.লীগের নেতা ও তাদের স্বজনরা দেশ ছেড়ে যাচ্ছে: রিজভী

উপজেলা নির্বাচন: এমপি-মন্ত্রীর কোন কোন স্বজন অংশ নিতে পারবেন না জানালেন শেখ হাসিনা

এভারকেয়ারে ভর্তি খালেদা জিয়া, এবার কতদিন থাকতে হবে হাসপাতালে?

ত্যাগের মহিমায় মানবসেবা করে গিয়েছেন স্বামী বিবেকানন্দ: মেয়র তাপস

ঢাকা মহানগর দক্ষিণ আ.লীগে বিশৃঙ্খলা, নানা প্রশ্ন

সব জিনিসের দাম বাড়লেও কমেছে শ্রমিকের দাম: সাইফুল হক

বঞ্চিত মেহনতি-শ্রমিক জনতাই এই ফ্যাসিবাদী সরকারের পতন ঘটাবে: এবি পার্টি

এই বিভাগের সব খবর

শিরোনাম :