ঝিনাইদহে বিএনপিপন্থী উপজেলা চেয়ারম্যানের পদত্যাগ

ঝিনাইদহ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৮ নভেম্বর ২০১৮, ২১:৪৫

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদ পদত্যাগ করেছেন। সোমবার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিবের বরাবর তিনি পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগপত্রের কপি বিএনপির মনোনয়ন বোর্ডেও জমা দিয়েছেন। সাবেক এ ছাত্রনেতা বর্তমানে ঝিনাইদহ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক।

আব্দুল মজিদ বুধবার দুপুরে জেলা রিটার্নিং অফিসার সরোজ কুমার নাথের কাছে মনোনয়নপত্র জমা দেয়ার সময় সাংবাদিকদের কাছে এ তথ্য জানান।

তিনি বলেন, ‘ঝিনাইদহ-২ আসনে প্রার্থিতা চুড়ান্ত হওয়ার সবুজ সংকেত পেয়ে তিনি দলের হাইকমান্ডের নির্দেশে হরিণাকুণ্ডু উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন।’

এদিকে বিএনপির আরো তিনজন প্রার্থী বুধবার মনোনয়নপত্র জমা দিয়েছেন। এরা হলেন- বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক এমপি মসিউর রহমানের ছেলে ইব্রাহীম বাবু, সাবেক এমপি শাহানা রহমান রানী ও ঝিনাইদহ জেলা আইনজীবী সমিতির সভাপতি এসএম মসিয়ার রহমান।’

উল্লেখ্য, ঝিনাইদহ-২ আসনে বিএনপির হেভিওয়েট প্রার্থী ছিলেন একাধিকবার নির্বাচিত সংসদ সদস্য মো. মসিউর রহমান। দুদকের করা একটি মামলায় সাজা হওয়ার কারণে তিনি নির্বাচন করতে পারছেন না।

(ঢাকাটাইমস/২৮নভেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :