ঝিনুকের রোস্ট খেতে গিয়ে মুক্তা

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৮, ১৮:২৮ | প্রকাশিত : ১৮ ডিসেম্বর ২০১৮, ১৮:২৬
স্কুলের পুরনো বন্ধুর সঙ্গে আড্ডা দিতে দিতেই দুপুরের খাবার সারছিলেন ৬৬ বছর বয়সী রিক অ্যান্তোস। অর্ডার দিয়েছিলেন অয়েস্টার বা ঝিনুকের রোস্ট। আড্ডা দেওয়াই ছিল মূল উদ্দেশ্য। সেই জন্য অপেক্ষাকৃত কম দামের এই খাবারটিই পছন্দ করেন তারা। দাম ছিল ১২০০ টাকা।
খাওয়ার সময়েই রিক বুঝতে পারেন তার দাঁতে শক্ত মতন কিছু একটা ঠেকছে। প্রথমটা ভয় পেয়ে যান তিনি। তার মনে হয়েছিল খেতে গিয়ে একটি দাঁত বোধ হয় খুলে গেছে। দাঁতের ডাক্তার দেখানোর কথাও ভেবে ফেলেছিলেন শুরুতে। একটু পরে সেই শক্ত জিনিসটি মুখ থেকে বাইরে নিয়ে আসতেই কী হয়েছে বুঝতে পারেন রিক। হাতে নিয়ে দেখেন তার মুখের মধ্যে দাঁত নয়, আসলে ছিল একটি মটরের দানার আকারের মুক্তো। কিছু না বলে চুপ চাপ তখনকার মতো মুক্তাটি পকেটে পুরে বাড়ি চলে যান রিক।
ঝিনুকের প্যান রোস্ট খেতে গিয়ে মুক্তা খুঁজে পান নিউজার্সির বাসিন্দা রিক অ্যান্তোস
ঘটনাটি ঘটেছে গত ৫ ডিসেম্বর নিউইয়র্কের গ্র্যান্ড সেন্ট্রাল ওয়েস্টার রেস্তোরাঁয়। বাড়ি ফিরে রেস্তোরাঁ কর্তৃপক্ষকে বিষয়টি জানান রিক অ্যান্তোস। শুনে তাজ্জব হয়ে যান তারাও। পাশাপাশি একজন রতœ বিশেষজ্ঞকেও মুক্তাটি দেখান রিক। জানতে পারেন এই মুক্তার এই মুহূর্তে বাজারদর প্রায় দুই থেকে চার হাজার ডলার (সর্বোচ্চ প্রায় সাড়ে তিন লাখ টাকা)। অর্থাৎ ১২০০ টাকার খাবার খেতে গিয়ে সাড়ে তিন লাখ টাকার ম্ক্তুা পেলেন রিক অ্যান্তোস।
রেস্তোরাঁ কর্তৃপক্ষ জানায়, ভার্জিনিয়া থেকে তারা এই ঝিনুকের অর্ডার দিয়েছিলেন। প্রতি দিন বিভিন্ন খাবারে সব মিলিয়ে তারা প্রায় ৫০০০ ঝিনুক ব্যবহার করেন। কিন্তু সেই ঝিনুক থেকে মুক্তা পাওয়ার ঘটনা একেবারেই বিরল।
আপাতত তাই রীতিমতো সপ্তম স্বর্গে বিচরণ করছেন নিউইয়র্কের বাসিন্দা রিক অ্যান্তোস। রেস্তোরাঁ কর্তৃপক্ষকে জানিয়েছেন, এখন থেকে তিনি নিয়মিতই তাদের দোকানে ঝিনুকের রোস্ট খেতে যাবেন।
(ঢাকাটাইমস/১৮ডিসেম্বর/এসআই)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

ইরানে ৫ দিনের রাষ্ট্রীয় শোক, মঙ্গলবার রাইসিসহ নিহতদের দাফন

বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন যেসব বিশ্ব নেতা 

ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আলী বাঘেরি কানি

ইব্রাহিম রাইসি: বিচারক থেকে প্রেসিডেন্ট

প্রেসিডেন্ট রাইসিসহ ৯ জনের মরদেহ উদ্ধার

প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীসহ সব আরোহীর মৃত্যু নিশ্চিত করল ইরান  

ইরানের প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারটি যুক্তরাষ্ট্রের তৈরি

ইরানের অন্তর্বর্তী প্রেসিডেন্ট মোহাম্মদ মোখবার

হেলিকপ্টার দুর্ঘটনায় প্রেসিডেন্ট রাইসিসহ সব আরোহী নিহত: রাষ্ট্রীয় গণমাধ্যম

প্রেসিডেন্ট রাইসির হেলিকপ্টারের ধ্বংসাবশেষে প্রাণের কোনো চিহ্ন নেই

এই বিভাগের সব খবর

শিরোনাম :