যশোর-১

পুলিশ-বিজিবির নিরাপত্তায় তৃপ্তির মিছিল

বেনাপোল প্রতিনিধি
| আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৮, ১৬:০৬ | প্রকাশিত : ২৪ ডিসেম্বর ২০১৮, ১৬:০৪

নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে আওয়ামী লীগের প্রচার-প্রচারণা। আর প্রতিপক্ষ বিএনপির নেতাকর্মীরা পুলিশের গ্রেপ্তার অভিযানে আত্মগোপনে। এরই মধ্যে আজ সোমবার দুপুরে বেনাপোলে পুলিশ ও বিজিবির কড়া নিরাপত্তার মধ্যে মিছিল ও গণসংযোগ করেছেন ধানের শীষের প্রার্থী মফিকুল হাসান তৃপ্তি।

এ আসনে নৌকার প্রার্থী বর্তমান সংসদ সদস্য যশোর জেলা আওয়ামী লীগের সহসভাপতি শেখ আফিল উদ্দিন। প্রতীক পাওয়ার পর নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে দলীয় কোন্দল মিটিয়ে গণসংযোগ করে চলেছেন। ইতিমধ্যে তিনি ১১টি ইউনিয়নের সব কটিতে গণসংযোগ কর্মসূচি ও পথসভা করেছেন।

অন্যদিকে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী বিএনপির সাবেক সংসদ মফিকুল হাসান তৃপ্তি এখন পর্যন্ত মাত্র তিনটি ইউনিয়নে পথসভা ও গণসংযোগ করতে পেরেছেন। পুলিশের ধরপাকড় ও আওয়ামী লীগের বাধার কারণে নিয়মিত গণসংযোগ করতে পারেননি বলে অভিযোগ করে আসছেন তিনি। এমনকি বন্ধ রেখেছিলেন গণসংযোগ।

ইতিমধ্যে শার্শা ও বেনাপোল থানায় ধানের শীষের ২৫ নেতাকর্মী গ্রেপ্তার হওয়ার পর সিনিয়র নেতারা আত্মগোপনে চলে গেছেন।

সোমবার বেনাপোলে আকস্মিক মিছিল ও গণসংযোগে নামেন ধানের শীষের প্রার্থী মফিকুল হাসান তৃপ্তি। তার মিছিলে পুলিশ ও বিজিবির নিরাপত্তা দেখা যায়।

তৃপ্তি বলেন, সারা দেশে বিএনপির গণজোয়ার দেখে আওয়ামী লীগ দিশেহারা হয়ে পড়েছে। তাই তারা আমাদের নেতাকর্মীদের গ্রেপ্তার করে আতঙ্ক সৃষ্টি করছে। আমাদের গণসংযোগ করতে দিচ্ছে না। নেতাকর্মী-সমর্থকদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিচ্ছে ভোটকেন্দ্রে না যেতে।

গ্রেপ্তারের অভিযোগ সম্পর্কে জানতে চাইলে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বলেন, ‘এটা আমাদের রুটিন ওয়ার্ক এবং শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে এই অভিযান। তবে কোনো নিরীহ কাউকে আটক করা হচ্ছে না।’

(ঢাকাটাইমস/২৪ডিসেম্বর/মোআ)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

যুবক থেকেও যুদ্ধে যাননি কিন্তু পতাকা ওড়াচ্ছেন: জিএম কাদেরকে ফিরোজ রশিদ

সন্ধ্যায় হাসপাতালে নেওয়া হবে খালেদা জিয়াকে 

আ.লীগ আগের রাতে ভোট নিয়ে বিএনপিকে মাত্র ৫টি সিট ধরিয়ে দেয়: রিজভী

বিএনপি-জামায়াত আন্দোলনের নামে শ্রমিকদের পুড়িয়ে মেরেছে: প্রধানমন্ত্রী

মে দিবস উপলক্ষে আওয়ামী লীগের কর্মসূচি 

শত্রুদের মুখে ছাই দিয়েই বাংলাদেশের অগ্রযাত্রা অব্যাহত থাকবে: প্রধানমন্ত্রী

উপজেলা নির্বাচনের পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে: ওবায়দুল কাদের

পদত্যাগ করে মানুষকে বাঁচান, সরকারকে ফারুক

রূপগঞ্জ উপজেলা নির্বাচনে মনোনয়ন প্রত্যাহার গোলাম মূর্তজার

আ.লীগের কার্যনির্বাহী সংসদের সভা শুরু

এই বিভাগের সব খবর

শিরোনাম :