আবরার হত্যাকাণ্ডে কুমিল্লায় প্রতিবাদ

কুমিল্লা প্রতিনিধি
 | প্রকাশিত : ০৮ অক্টোবর ২০১৯, ১২:৩৯

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়, ভিক্টোরিয়া ও সরকারি কলেজসহ জেলার বিবেকবান ছাত্র সমাজ।

মঙ্গলবার সকালে নগরীর কান্দিরপাড় টাউনহলের সামনে বিক্ষোভ ও মানববন্ধন করে শিক্ষার্থীরা। সেখানে তারা আবরার হত্যাকাণ্ডের দ্রুত বিচার ও জড়িতদের শাস্তির দাবি জানান।

শিক্ষার্থীরা বলেন, একটি স্বাধীন দেশে ফেসবুকে স্ট্যাটাস দেয়াকে কেন্দ্র করে হত্যাকাণ্ডের ঘটনা হতাশাজনক। দেশে আইন থাকা সত্ত্বেও স্বপ্রণোদিত হয়ে এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড দেশের ছাত্র সমাজ মেনে নেবে না।

বিক্ষোভ ও মানববন্ধনে বক্তব্য রাখেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মাজহারুল ইসলাম হানিফ, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্র মহিউদ্দিন আকাশ, শরিফ খান ও সরকারি কলেজের ছাত্র সৈকত। সেখানে সচেতন অভিভাবক ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতারাও উপস্থিত ছিলেন।

ঢাকাটাইমস/৮অক্টোবর/এএইচ

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :