আর সিনেমা বানাবো না: মাসুদ পথিক

বিনোদন প্রতিবেদক
  প্রকাশিত : ২৪ ডিসেম্বর ২০১৯, ০৯:৪৭
অ- অ+

বাংলা চলচ্চিত্রের অত্যন্ত পরিশ্রমী ও মেধাবী একজন পরিচালক মাসুদ পথিক। গীতিকার ও কবি হিসেবেও তার খ্যাতি রয়েছে। সিনেমা বানিয়ে তিনি জিতেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। সম্প্রতি তিনি নির্মাণ করেছেন ‘মায়া দ্য লস্ট মাদার’ নামে একটি সিনেমা।

কিন্তু এই সিনেমা মুক্তির ব্যাপারে নানা বাধা ও ষড়যন্ত্রের মোকাবিলা করতে হচ্ছে তাকে। সেসব হতাশার কথাই অভিমানী পরিচালক তুলে ধরেছেন তার ফেসবুক পোস্টের মাধ্যমে।

মাসুদ পথিক লিখেছেন, ‘সিনেমা রিলিজ করতে এসে বুঝছি বাংলা সিনেমা কেন আগাচ্ছে না। আর ষড়যন্ত্র কাকে বলে!! ‘মায়া দ্য লস্ট মাদার’ যাতে হল (প্রেক্ষাগৃহ) না পায়, তার জন্য একটা গ্রুপ নিরলস কাজ করে যাচ্ছে।’

‘আরে ভাই, এটা কোনো ব্যক্তিগত সিনেমা নয়। এই সিনেমা আপনারই। আপনার আমার আত্মপরিচয়ের বিষয় নিয়ে নির্মিত। নিজেকে নিজেই খুন করতে চান?’

‘একজন মাসুদ পথিক হয়তো আর সিনেমা নির্মাণে থাকবে না। কিন্তু এই মা, মাটি এবং দেশ থাকবে, আপনারা থাকবেন। এই সিনেমায় এসবের সত্যিকারের বাস্তবতা ও চেতনা চিহ্নই আঁকা হয়েছে। সো, বিবেচনা করুন। ‘মায়া’কে মুক্তি দিবেন, নাকি অন্ধকারে বন্দী করে রাখবেন??’

কসম, আমি সিনেমা দিয়ে অর্থনৈতিকভাবে লাভবান হতে পারবো না। ‘নেকাব্বরের মহাপ্রয়াণ’ যতই জাতীয় পুরস্কার পাক, আমি দুই লাখ টাকাও পাইনি। ফাকে আমার বাপের দুই বিঘা জমি চলে গেছে। ‘মায়া’ও তাই করছে।’

‘বিশ্বাস, সে আপনার এবং আপনাদের একান্ত বিষয়। তবে আমি বোধ করি, আর সিনেমা বানাবো না। বানানো সম্ভব নয়। এত ষড়যন্ত্র ফেস করে বেঁচে থাকাই কি সম্ভব এই সমাজে?? এই প্রশ্ন নিজের কাছেই?’

‘আহারে আমার ‘মায়া’, কান্না পাচ্ছে, খুব!’

ঢাকাটাইমস/২৪ডিসেম্বর/এসআর/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় শোক প্রকাশ করেছে বিএমএসএফ
বিমান বিধ্বস্ত: নিহত বেড়ে ৩২, আইসিইউতে মারা গেল ৯ বছরের শিশু নাফি
ড. ইউনূসের পাশে বিএনপি-জামায়াতসহ চার দল, ফ্যাসিবাদবিরোধী ঐক্যের ডাক
নিহত শিক্ষক মাহরিন চৌধুরী চিরনিদ্রায় শায়িত, ছিলেন জিয়াউর রহমানের ভাতিজি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা