বিপিএলে তিন বলে চার উইকেট!

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১০ জানুয়ারি ২০২০, ১৭:২৪
অ- অ+

বঙ্গবন্ধু বিপিএলের প্লে-অফের স্বপ্ন আগেই শেষ হয়েছে। নিয়ম রক্ষার ম্যাচে প্লে-অফের টিকিট কাটা ঢাকা প্লাটুনের বিরোধিতা করছে রংপুর রেঞ্জার্স। নিয়মরক্ষার ম্যাচেও রংপুরের ব্যাটসম্যানদের দায় সারা ব্যাটিং করতে দেখা গেছে। শুরু থেকে শেষ অবধি ঢাকার বোলারদের তোপে ক্রিজে বেশিক্ষণ দীর্ঘস্থায়ী হতে পারেনি রেঞ্জার্স ব্যাটসম্যানরা, এমনকি শেষ ওভারের শেষ তিন বলে চার উইকেট হারিয়ে মাত্র ১ রান সংগ্রহ করে রংপুরের ব্যাটসম্যানরা।

শুনতে অদ্ভুত মনে হলেও এমনি ঘটনার জন্ম দিয়েছেন রংপুরের খেলোয়াড়রা। শেষ তিন বলে রংপুরের রানের খাতায় ৪ উইকেটের বিনিময়ে যোগ হয় ১টি মাত্র রান, সেটিও ওয়াইডের বদৌলতে। যার ফলে দলীয় সংগ্রহ দাঁড়ায় ৯ উইকেটে ১৪৮ রান।

থিসারা পেরেরার করা ইনিংসের শেষ ওভারের চতুর্থ বলে স্কুপ খেলার চেষ্টা করতে গিয়ে বোল্ড আউট হন জহুরুল হক। পরের বলে উইকেটে আসেন তাসকিন আহমেদ। থিসারার করা ইয়র্কার সামলাতে না পেরে আবারও বোল্ড হন তাসকিন। দুই বলে দুই উইকেট নিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগান থিসারা।

তবে মোস্তাফিজুর রহমানের বিপক্ষে হ্যাটট্রিক বলে ওয়াইড ডেলিভারি করে সেই সুযোগ হেলায় হারান থিসারা। সেই বলটিতে অবশ্য আউট ঠিকই হয়েছিলেন মোস্তাফিজ। ওয়াইড ডেলিভারিটি উইকেটরক্ষকের গ্লাভসে যাওয়ার আগেই ননস্ট্রাইক প্রান্ত থেকে বেরিয়ে আসেন নাদিফ, কিন্তু সেভাবে প্রস্তুত ছিলেন না মোস্তাফিজ। সহজ সুযোগ পেয়ে বোলিং প্রান্তে তাকে রানআউট করেন পেরেরা। উইকেট পড়লেও ওয়াইড থেকে ১টি রান পায় রংপুর।

পরে শেষ বলে আবারও রানআউট হয় রংপুরে নাদিফ। যার ফলে শেষ তিন বলে ওয়াইডের কল্যাণে পাওয়া ১ রানের বিনিময়ে ৪টি উইকেট হারায় রংপুর।ৎ

(ঢাকাটাইমস/১০ জানুয়ারি/এআইএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
২০৩০ সালের মধ্যে ১৫০ পৌরসভায় শেষ হবে বর্জ্য ব্যবস্থাপনার কাজ: অতিরিক্ত প্রধান প্রকৌশলী
উপদেষ্টা মাহফুজ আলমের মাথায় বোতল মারল কে?
কিছু ঘটলেই যমুনায় যাওয়ার প্রবণতা সহ্য করা হবে না: উপদেষ্টা মাহফুজ 
সিলেট থেকে ৪১৮ যাত্রী নিয়ে মদিনায় গেল প্রথম হজ ফ্লাইট
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা