লকডাউনে দাড়ি-গোঁফে নতুন লুকের চেষ্টা করুন

ঢাকা টাইম ডেস্ক
  প্রকাশিত : ১০ এপ্রিল ২০২০, ১১:৪৫
অ- অ+

অস্ট্রেলিয়া ক্রিকেটের সাবেক অধিনায়ক স্টিভেন স্মিথ সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন যে, তাকে খুব বেশি লোক দেখছে না এজন্য তিনি দাড়ি বড় করতে চান। এমন ভাবনা শুধুমাত্র স্মিথের একার নয়। করোনাভাইরাসের কারণে বিশ্বব্যাপী লকডাউন দাড়ি-গোঁফ-চুল নিয়ে পুরুষকে পরীক্ষা করার বড় সুযোগ এনে দিয়েছে। যা তারা সবসময় চেয়েছিল।

লকডাউনের সময়ে বাইরে না বেরিয়ে দাড়ি নিয়ে তারা পরীক্ষা চালাতে পারছেন এবং এমন চেহারা কাউকে দেখাতে হচ্ছে না। আর নতুন চেহারা কেমন দেখতে বা তার পছন্দ হয় কি না এবং সেটি সবার সামনে প্রকাশ করার আগে দীর্ঘ সময় ঘরবন্দি থেকে যাচাই করতে পারছেন।

দ্য ম্যান কোম্পানির প্রতিষ্ঠাতা হিতেশ ধিঙ্গরা বলেন, এখন শুধু দাড়ি নয়, গোফঁ এবং চুল নিয়েও পরীক্ষা করার সঠিক সময়। আগে বাড়ুন, টাক হোন, গোঁফে বিভিন্ন শৈলীর চেষ্টা করুন এবং আপনার পছন্দ কী তার সন্ধান করুন। যাতে লকডাউন ওঠার পর আপনি সেগুলো নিয়েই নতুনভাবে শুরু করতে পারেন।

সুতরাং আপনি যদি ধিঙ্গরার পরামর্শ মেনে এই সপ্তাহগুলোতে দাড়ি, গোঁফের পরীক্ষা করতে চান, তাহলে আপনাকে যা জানতে হবে তা হলো-

দাড়ি ও গোঁফ বড় করুন

অনেক দিন শেভ করার পর দাড়ি বড় করলে তাতে চুলকায় এবং এর থেকে বাঁচতে দাড়ির ভালোবাসা ও যত্ন প্রয়োজন।

পুরুষদের সাজসজ্জার ব্রান্ড বিয়ারডো এর প্রতিষ্ঠাতা আশুতোষ ভালানি, যিনি দাড়ি নিয়ে বছরব্যাপী পরীক্ষা-নিরীক্ষা চালান তিনি বলেন, দাড়ির যত্ন নেয়ার জন্য তিনটি জিনিস অত্যন্ত দরকারি। তা হলো- পরিষ্কার করা, আঁচড়ানো এবং ময়শ্চারাইজ রাখা। দিনে অন্তত দুই বার দাড়ি ধুতে হবে এবং তেল বা সিরাম ব্যবহার করে দাড়ি ময়েশ্চারাইজার রাখুন এবং যেমন আকারে রাখতে চান সেই আকার দিন। তবে এটি সারাদিন ধুবেন না, স্পর্শ বা বাছতে থাকবেন না।

যারা আরও বেশি বড় করতে চান তাদের জন্য ধিঙ্গরার পরামর্শ হলো, ভয় পাবেন না, নতুন স্টাইলের চেষ্টা করুন।

মাথার চুল বাড়ান এবং বাবরি করুন

লয়েডস লাক্সারি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কৃষ্ণ গুপ্তা বিশ্বাস করেন যে পুরুষদের এবার দাড়ির পরিবর্তে চুল বাড়ানোর বিষয়ে পরীক্ষা করা উচিত। তিনি বলেন, 'অবশ্যই ২১-৩০ দিন দাড়ি ও চুল বড় করার জন্য দীর্ঘ সময়। এই সময়ে আপনি দাড়িকে কাটাছাঁটা বন্ধ করতে পারে এবং তেমনিভাবে চুলকেও। এরপর বড় চুল ও দাড়ির সঙ্গে নতুন স্টাইল করতে পারে। তবে অপরিচ্ছন্ন এবং এলোমেলো দাড়ি আকর্ষণীয় নয়।

তিনি পরামর্শ দেন যে, আপনি যে স্টাইল চান তার জন্য দাড়িতে তেল ও ট্রিমার ব্যবহার করতে পারেন।

কৃষ্ণ গুপ্তা বলেন, পরিষ্কার ও পরিচ্ছন্ন মুখ রাখতে প্রাক শেভিং ক্রিম ব্যবহার করুন। বিশেষত বাড়িতে শেভিং করার সময়। এটি আপনার মুখ পরিষ্কার ও ফুসকুড়ি মুক্ত রাখতে সহায়তা করে। এছাড়াও একটি ভালো ব্রাশ ব্যবহার করুন, এটি আপনার দাড়ির ছিদ্রগুলো খুলে দিবে এবং হাইড্রেট করতে সহায়তা করে এবং দাড়ি স্বাস্থ্যকর রাখে। বাড়িতে দাড়ির সাজগোজের জন্য ট্রিমারের ব্যবহার হলো সেরা উপায়। এটি দিয়ে খুব সহজেই দাড়ি ও চুল কেটে ফেলা যায় এবং মুখ পরিষ্কার রাখা যায়।

তিনি যোগ করেন, যদি কেউ লকডাউনের সময় বাড়িতে চুল কাটতে সাহসী হোন তবে আমি তাকে সাইড এবং পেছনের চুলগুলো ফেলে দেয়ার পরামর্শ দেবো। এটি খুব কঠিন এবং ভুল হওয়ার সম্ভাবনা বেশি এবং এটি আপনাকে স্টাইলিশ চেহারা দেবে। আপনার চুলের গঠন ভালো থাকলে উপরের মূল চুলের অংশটি স্পর্শ করা উচিত নয়। লকডাউনের সময়ে বাবরি স্টাইল করুন এবং ভালো লুক তৈরি করুন।

ঘরে বসে চুল-দাড়ির রক্ষাণবেক্ষণের বিষয়ে ধিঙ্গরা বলেন, ঘরে বসে চুল দাড়ি কাটছাঁট করলে তার জন্য কেউ নিখুঁত ফলাফলের আশা করেন না। আপনি চুল কাটার জন্য চিরুনি চালিয়ে দিতে পারেন এবং যতটুকু লম্বা রাখতে চান সেটু চিরুনির নিচে রেখে বাকিটা কেটে ফেলতে পারেন। চিরুনি দিয়ে জটিল মনে হলে হাতের আঙুল ব্যবহার করতে পারেন। এছাড়া চুল ও দাড়ির লাইন ঠিক রাখার জন্য স্বচ্ছ শেভিং জেল ব্যবহার করতে পারেন।

একটি ট্রেন্ডে চেষ্টা করা উচিত

ধিঙ্গরা আরও পরামর্শ দেন যে, নির্দিষ্ট একজনকে ট্রেন্ড হিসেবে ব্যবহার করুন। সেটা হতে পারে আয়ুষ্মান খুরানা বা ক্রিশ্চিয়ানো রোনালদো বা যে কেউ। আপনি আগে চুল দাড়ি বড় করুন তারপর যে কোনো একজনকে ফলো করে সেক্সি লুক গ্রহণ করুন। এক্ষেত্রে কষ্ট অনেক কমে যাবে।

আপনি যদি এই সময়ে চুল বড় করতে চান এবং বাবরি বানাতে চান তাহলে ধিঙ্গরা পরামর্শ দিয়েছেন যে, মাথার তালু এবং চুল পরিষ্কার রাখতে হবে। সপ্তাহে অন্তত একবার গরম তেলের মেসেজ দিতে হবে। তেল দেয়ার পর এটি কয়েক ঘণ্টা বা রাতভর রেখে দিতে। এটি আপনার চুলের দৈর্ঘ্যের ওপর নির্ভর করে। চুলের ঘনত্ব ও দৈর্ঘ্য অনুযায়ী প্রতিদিন বা দুই তিন দিন পরপর চুল ভালো করে পরিষ্কার করে ধুয়ে ফেলুন। যদি এটি বেশি বড় হয় এবং চুলের আগা ফেটে যায় তাহলে ভয় পাবেন না বাড়িতে বসে খুব সহজেই পরিমাণ মতো কেটে ফেলুন।

আর যদি দাড়ি, গোঁফে বেমানান লাগে এবং দ্রুত বাড়ার প্রবণতা থাকে যা আপনি অপছন্দ করেন তাহলে ক্লিন শেভ করার পরামর্শ দিয়েছেন কৃষ্ণ গুপ্তা।

ঢাকা টাইমস/১০এপ্রিল/একে

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পুরানা পল্টনে সাব্বির টাওয়ারের আগুন নিভল
এক দিন পিছিয়ে মঙ্গলবার দেশে ফিরছেন খালেদা জিয়া
শেখ হাসিনার অপকর্মের খবর রাখতেন বলেই সাগর-রুনিকে হত্যা করা হয়েছে: সালাম আজাদ
আল্লামা সুলতান যওক নদভীর ইন্তেকালে জামায়াত আমিরের শোক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা