মাসে ২০০০ করে পাবে দুঃস্থ শিল্পীরা

বিনোদন ডেস্ক
  প্রকাশিত : ২১ এপ্রিল ২০২০, ১০:০৫
অ- অ+

কলকাতার দুঃস্থ শিল্পীদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে আর্টিস্ট ফোরাম। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, পাঁচ লাখ টাকা দিয়ে একটি তহবিল গঠন করা হয়েছে। ফোরামের তরফ থেকে সদস্যরা তো বটেই, চলচ্চিত্র ও টেলিভিশন জগতের বিশিষ্ট ব্যক্তি, সমস্ত প্রযোজক, চ্যানেল, এমনকী সমাজের সর্বস্তরের মানুষের কাছেও এই তহবিলে দান করার জন্য আবেদন করা হয়েছিল।

অনেকেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন! এখনও অবধি মোট ১৮ লাখ ৩৭ হাজার ১০৯ টাকা জমা পড়েছে। ফোরাম সিদ্ধান্ত নিয়েছে, এপ্রিল, মে ও জুন মাস দুঃস্থ শিল্পীদের জনপ্রতি মাসিক ২০০০ টাকা করে সাহায্য করা হবে। এই বিষয়ে সদস্যদের আবেদন করতে বলায় এখনও অবধি ৫১২ জন আবেদন করেছেন। আরও আবেদন আসছে।

ফোরামের দাবি, ইতিমধ্যেই ৩৯৩ জনকে ২০০০ টাকা করে মোট ৭ লাখ ৮৬ হাজার টাকা পাঠানো হয়েছে। হাত বাড়িয়েছেন সৌরভ গাঙ্গুলী। সংগঠনের বাইরে হয়েও তিনি সাহায্য করছেন শিল্পীদের‌্। এই সাহায্য তাদের জন্য, যাদের এই দুঃসময়ে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী ও ওষুধ কেনার সামর্থটুকুও নেই।

ফোরাম জানিয়েছে, তারা ইতিমধ্যেই দুঃস্থ কলাকুশলীদের সাহায্যে তিন লাখ টাকা এফসিটিডব্লুইকে দিয়েছে। ১ লাখ টাকা থিয়েটারের দুঃস্থ নেপথ্য কর্মীদের জন্য দিয়েছে। ১৫ জন চা দেয়ার ছেলেকেও ফোরাম ফাণ্ড থেকে জনপ্রতি ২০০০ টাকা করে মোট ৩০ হাজার টাকা সাহায্য করেছে বলে জানিয়েছে।

ঢাকাটাইমস/২১এপ্রিল/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
৪ জেলায় বজ্রপাতে ১০ জনের মৃত্যু
জামায়াত নেতা আ জ ম ওবায়দুল্লাহ আর নেই
মোহাম্মদপুর থেকে নারী কাউন্সিলর মাহফুজা আক্তার গ্রেপ্তার
বিএনপির বিরুদ্ধে সব ষড়যন্ত্রের জবাব দেবে তৃণমূল: অধ্যক্ষ সেলিম ভূঁইয়া
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা