কোন রাশির সঙ্গে কোন রাশির বিয়ে সুখের

ফিচার ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৬ মে ২০২০, ০৯:৩৫
অ- অ+

মানুষের রাশিফল অনুযায়ী তার চারিত্রিক বৈশিষ্ট্য প্রকাশ পায়। এক এক রাশির এক এক বৈশিষ্ট্য। তাই রাশি অনুযায়ী জাতক-জাতিকা নির্বাচন করলে বিবাহিত জীবন সুখের হওয়ার সম্ভবনা রয়েছে। জেনে নিন এই প্রতিবেদনে।

মীন

এই রাশির জাতক-জাতিকাদের কখনও কখনও বোঝা খুব মুশকিল হয়ে যায়। তারা খুব আবেগপ্রবণ, পর্যবেক্ষণশীল, সংবেদনশীল হন। মীন রাশির ব্যক্তিরা খুব সৃষ্টিশীল মানুষ হন। তাঁরা সবসময় কোনও না কোনও কাজে ব্যস্ত থাকেন। তাই রাশির জন্য সঠিক রাশি হল মকর এবং কর্কট।

কুম্ভ

এই রাশির জাতক-জাতিকারা কোনও একটি বিষয়ে বহুক্ষণ আটকে থাকা পছন্দ করেন না। এরা উন্নতি করতে পছন্দ করেন। এরা সৃষ্টিশীল হন। কুম্ভ রাশির ব্যক্তিরা স্বাধীনতা পছন্দ করেন। তাই এদের জন্য উপযুক্ত রাশি হল মিথুন এবং সিংহ।

মকর

মকর রাশি জাত ব্যক্তিরা জীবনকে উপভোগ করতে খুব ভালোবাসেন। এই রাশির উপযুক্ত হল কন্যা এবং মীন রাশি-জাত ব্যক্তিরা।

ধনু

এরা খুব অ্যাডভেঞ্চার পছন্দ করেন। বিশ্বের বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে ভালোবাসেন। এরা স্বাধীনতা চান। তাই এদের জন্য উপযুক্ত রাশি হল কুম্ভ এবং মেষ রাশি।

বৃশ্চিক

এরা জীবনে চ্যালেঞ্জ নিতে পছন্দ করেন। তার জন্য বৃশ্চিক রাশির ব্যক্তিদের কপালে কখনও কখনও দুর্নামও জোটে। সিংহ এবং মকর এই রাশির জাতক জাতিকাদের জন্য উপযুক্ত।

তুলা

এরা সবসময় ব্যালেন্স করে চলতে পারেন। সবার সঙ্গে মানিয়ে নিতে পারেন। এদের জন্য উপযুক্ত রাশি হল সিংহ এবং ধনু।

কন্যা

এরা খুবই বিনয়ী হন। এদের মানিয়ে নেওায়র ক্ষমতাও দারুন। এরা নিজেদের সমস্যা অন্য কারওকে বলতে পারেন না। মকর এবং তুলা রাশির ব্যক্তিরা এদের জন্য উপযুক্ত।

(ঢাকাটাইমস/১৬মে/এজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পাঁচ শতাধিক বাবুই পাখির ছানা হত্যা, গা ঢাকা দিয়েছেন অভিযুক্ত
সিরাজগঞ্জে নদী ভাঙন রোধে বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন
পিআর পদ্ধতিতে নির্বাচন আয়োজনের বিকল্প নেই: চরমোনাই পীর
টঙ্গীতে ঝুট নিয়ে মহাসড়ক রণক্ষেত্র, ককটেল বিস্ফোরণ, আহত ১০ 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা