২০১১ বিশ্বকাপ ফাইনাল তদন্তের নির্দেশ শ্রীলঙ্কা সরকারের

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৯ জুন ২০২০, ২৩:১৪
অ- অ+

সাবেক ক্রীড়ামন্ত্রীর অভিযোগের পর ২০১১ বিশ্বকাপ ফাইনাল নিয়ে তদন্তের নির্দেশ দিল শ্রীলঙ্কার ক্রীড়া মন্ত্রণালয়। একদিন আগেই শ্রীলঙ্কার সাবেক ক্রীড়ামন্ত্রী মাহিন্দানান্দা আলুথাগামাগে দাবি করেছিলেন, ‘‌২০১১ বিশ্বকাপ ফাইনাল ভারতের কাছে বিক্রি করে দেওয়া হয়েছিল।’‌

দলের একাধিক ক্রিকেটার নাকি ফিক্সিংয়ের সঙ্গে জড়িত ছিলেন। বর্তমান ক্রীড়ামন্ত্রী ডুলাস আলাহাপুরুমা তদন্তের নির্দেশ দিয়েছেন। দু’‌সপ্তাহ অন্তর তদন্তের রিপোর্ট চেয়েছেন তিনি।

এই অভিযোগ ওঠার পরেই ২০১১ শ্রীলঙ্কা দলের দুই গুরুত্বপূর্ণ ক্রিকেটার কুমার সাঙ্গাকারা ও মাহেলা জয়বর্ধনে এই দাবিকে উড়িয়ে দিয়েছিলেন। তাঁদের বক্তব্য ছিল, নির্বাচনের আগে এইসব কথা রটানো হচ্ছে। এটাই শ্রীলঙ্কার রাজনীতি। গোটা বিষয়টা আগে প্রমাণ হোক।

শ্রীলঙ্কায় ৫ আগস্ট নির্বাচন। তার ঠিক আগেই এরকম অভিযোগে সরগরম দ্বীপপুঞ্জ। এবার ২০১১ বিশ্বকাপ ফাইনাল ‘‌ফিক্সড’‌ ছিল কিনা তা নিয়ে তদন্তের নির্দেশ দিল শ্রীলঙ্কার কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রণালয়। তদন্ত কোন পথে এগোচ্ছে, তা দু’‌সপ্তাহ অন্তর ক্রীড়া মন্ত্রণালয়কে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।

(ঢাকাটাইমস/১৯ জুন/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ফিটনেসবিহীন রাষ্ট্র চাপিয়ে দিয়ে গেছে শেখ হাসিনা: নাহিদ ইসলাম
মাইলস্টোনের শিক্ষিকা মাশুকা বেগমের কবরে বিমান বাহিনীর শ্রদ্ধা
মাইলস্টোন ট্রাজেডিতে প্রাণহানি বেড়ে ৩৩, হাসপাতালে চিকিৎসাধীন অর্ধশত
রাঙ্গাবালীতে নিম্নচাপের প্রভাবে প্লাবিত নিম্নাঞ্চল, তলিয়ে গেছে মাছের ঘের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা