পাকিস্তান সফর নিয়ে আইসিসির দিকে তাকিয়ে বিসিবি

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৫ অক্টোবর ২০২০, ১৬:৩১

স্থগিত হওয়া পাকিস্তান সফরের ব্যাপারে আইসিসির সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সফরে একটি টেস্ট ও একটি ওয়ানডে খেলার কথা ছিল বাংলাদেশের।

করোনা মহামারীর কারণে এ বছর এপ্রিলে পাকিস্তান সফর করতে পারেনি বাংলাদেশ। পাকিস্তানের নতুন এফটিপি সূচিতে ২০২২ সালের সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশের সাথে স্থগিত হওয়া টেস্টের বিষয়ে উল্লেখ করা হয়নি। করাচি টেস্টটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভূক্ত ছিল। এফটিপির সূচি অনুযায়ী আগামী বছর নভেম্বরে ২টি টেস্ট ও ৩টি টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান।

বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী ক্রিকবাচকে জানান, ‘আইসিসি এই ব্যাপারটি নিয়ে এখনও কাজ করছে, কেননা এই টেস্টটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। এখন অবধি তারা কোনো সিদ্ধানত্ জানায়নি। সম্ভবত এই কারণে কোন বোর্ড এই বিষয় নিয়ে কিছু বলছে না।’

‘আসন্ন আইসিসির সভায় এই বিষয়টি উঠে আসবে বলে আশা করা যাচ্ছে। নতুন সূচি আসলে আমরা জানতে পারবো তারা কীভাবে ব্যাপারটি সমাধান করবে।’-তিনি যোগ করেন।

স্থগিত হওয়া সিরিজের পয়েন্ট ভাগাভাগি করার সম্ভাবনা রয়েছেও বলে তিনি আশা করেন।

জানুয়ারির শেষের দিকে পাকিস্তান সফরের প্রথম পর্যায়ে লাহোর ও রাওয়ালপিন্ডিতে খেলে বাংলাদেশ। সেখানে তারা পাকিস্তানের কাছে সবকটি টি-টোয়েন্টি ম্যাচে পরাজিত হয় এবং একমাত্র টেস্টে ইনিংস ও ৪৪ রানের ব্যবধানে হেরে যায়।

পিসিবির মিডিয়া ও কমিউনিকেশনের পরিচালন সামিউল হাসান জানান, ‘২০১৯-২০ মৌসুমের জন্য টেস্ট ও ওয়ানডে ম্যাচগুলো বাকি রয়েছে। দুই দেশের বোর্ড সমঝোতা করে সিরিজ আয়োজনের সিদ্ধান্ত নিবে। পরবর্তী ২৪ মাসের জন্য এফটিপির সূচি চূড়ান্ত হয়েছে, যেখানে বাংলাদেশের পাকিস্তান সফরের কোন উল্লেখ নেই।’

(ঢাকাটাইমস/১৫ অক্টোবর/এআইএ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এশিয়ান তায়কোয়ান্দো চ্যাম্পিয়ন ইরান

হাই পারফরম্যান্স দলে শ্রেয়াস-ইশান, আবারও ফিরতে পারেন কেন্দ্রীয় চুক্তিতে

এবারের বিশ্বকাপে বাংলাদেশকে নিয়ে যা বললেন মাশরাফি

এইচপির ট্রেনিং ক্যাম্পের দল ঘোষণা বিসিবির

যুক্তরাষ্ট্রে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ, দেখে নিন ম্যাচ সূচি

সিটি ছাড়ার কথা ভাবছেন  ‘ক্লান্ত’ গার্দিওলা

দক্ষিণ আফ্রিকার সঙ্গে সিরিজ: বিশ্বকাপের অধিনায়কসহ ৭ জনকে রাখছে না ওয়েস্ট ইন্ডিজ

ব্রাজিলের কোপা স্কোয়াডে নতুন চার মুখ, বাদ পড়লেন এডারসন

দাপুটে জয়ে আবারও শিরোপা উঠলো ম্যানসিটির হাতে, গড়ল ইতিহাসও

পাকিস্তান সফরের ইচ্ছাপ্রকাশ বিরাট কোহলির, বেজায় খুশি আফ্রিদি

এই বিভাগের সব খবর

শিরোনাম :