ঘরের মাঠে রিয়ালের হোঁচট

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর ২০২১, ১১:৫৭

তিনদিন আগে মায়োর্কার বিপক্ষে আসনেসিওর হ্যাটট্রিক আর করিম বেনজামার জোড়া গোলে গোল উৎসবে মেতেছিল রিয়াল মাদ্রিদ। পেয়েছিল ৬-১ গোল ব্যবধানের বড় জয়। তবে পরের ম্যাচে শনিবার রাতে ঘরের মাঠে হোঁচট খেয়েছে স্প্যানিশ ক্লাবটি। ভিয়ারিয়ালের বিপক্ষে গোল শুন্য ড্র করেছে আনচেলত্তির দল। যদিও তারা এখনও টেবিলের শীর্ষেই আছে।

সান্তিয়াগো বার্নাব্যুতে লা লিগার ম্যাচটিতে গোল করতে পারেননি কোনো দল। তবে আক্রমণাত্মক ফুটবলে সফরকারীরা বেশ কয়েকবার ভীতি জাগিয়েছিলো। তবে সেই আক্রমণ সামলে স্বস্তির ড্র করতে পেরেছে রিয়াল মাদ্রিদ। গুরুত্বপূর্ণ ম্যাচে সংগ্রহ করেছে মাত্র একটি পয়েন্ট।

অবশ্য মৌসুমের দ্বিতীয় ড্র-তে দুই পয়েন্ট হারালেও ৭ ম্যাচে ৫ জয়ে ১৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে স্প্যানিশ জায়ান্টরা। দুইয়ে ১৪ পয়েন্ট নিয়ে রয়েছে সেভিলা। সমান পয়েন্ট নিয়ে তিনে আতলেটিকো মাদ্রিদ। ১০ নম্বরে ৬ ম্যাচে ১ জয়ে ৮ পয়েন্ট ভিয়ারিয়ালের। পাঁচ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে রয়েছে বার্সেলোনা।

ভিয়ারিয়ালের আক্রমণে খেই হারিয়ে ফেলছিলো রিয়ালের রক্ষণভাগ।

ম্যাচে দুর্দান্ত শুরু করা ভিয়ারিয়াল ভীতি ছড়ায় রিয়ালের রক্ষণভাগে। পাঁচ মিনিট দুটি আক্রমণও করে ফেলে তারা। তবে ফিনিংস দুর্বলতা থাকায় অবশ্য গোলের দেখা পায়নি দ্য ইয়েলো সাবমেরিনরা। ম্যাচের ১৪ ও ২১ মিনিটে দারুণ দুটি শট ঠেকিয়ে দেন রিয়ালের বেলজিয়ান গোলরক্ষক থিবো কোর্তোয়া। গোলের দেখা পাননি রিয়ালও। তৈরি করতে পারেননি সুযোগও।

প্রথমার্ধে বল দখলে অনেক পিছিয়ে থাকা রিয়াল আক্রমণেও ছিল ধারহীন। বিরতির আগে তারা সাতটি শট নিলেও কোনোটিই প্রতিপক্ষকে ভাবাতে পারেনি। বল দখলের লড়াইয়েও দুদল ছিলো বিরতির পর সমানে। ৭২ মিনিটে লুকা মদ্রিজের বদলি হিসেবে এডেন হ্যাজার্ডকে নামালেও ফল আনতে পারেননি রিয়াল। গোল পেতে মরিয়া দুই দলই শেষ দিকে চাপ বাড়ায়। তবে ফিনিসিং দুর্বলতায় শেষ পর্যন্ত এক পয়েন্ট করে নিয়ে মাঠ ছাড়তে হয়েছে দুই দলকে।

(ঢাকাটাইমস/২৬সেপ্টেম্বর/এইচএন)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এশিয়ান তায়কোয়ান্দো চ্যাম্পিয়ন ইরান

হাই পারফরম্যান্স দলে শ্রেয়াস-ইশান, আবারও ফিরতে পারেন কেন্দ্রীয় চুক্তিতে

এবারের বিশ্বকাপে বাংলাদেশকে নিয়ে যা বললেন মাশরাফি

এইচপির ট্রেনিং ক্যাম্পের দল ঘোষণা বিসিবির

যুক্তরাষ্ট্রে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ, দেখে নিন ম্যাচ সূচি

সিটি ছাড়ার কথা ভাবছেন  ‘ক্লান্ত’ গার্দিওলা

দক্ষিণ আফ্রিকার সঙ্গে সিরিজ: বিশ্বকাপের অধিনায়কসহ ৭ জনকে রাখছে না ওয়েস্ট ইন্ডিজ

ব্রাজিলের কোপা স্কোয়াডে নতুন চার মুখ, বাদ পড়লেন এডারসন

দাপুটে জয়ে আবারও শিরোপা উঠলো ম্যানসিটির হাতে, গড়ল ইতিহাসও

পাকিস্তান সফরের ইচ্ছাপ্রকাশ বিরাট কোহলির, বেজায় খুশি আফ্রিদি

এই বিভাগের সব খবর

শিরোনাম :