বোয়ালমারীতে পাঁচ চেয়ারম্যানসহ ২০ জনের মনোনয়নপত্র প্রত্যাহার

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৬ ডিসেম্বর ২০২১, ২১:১৫

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২০ জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহারের শেষে দিনে প্রার্থিতা প্রত্যাহার করেছেন। এর মধ্যে পাঁচজন চেয়ারম্যান প্রার্থী, চৌদ্দজন সাধারণ সদস্য ও একজন সংরক্ষিত মহিলা সদস্য রয়েছে। উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার এবিএম আজমল হোসেন জানান, সোমবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন বিকাল পাঁচটা পর্যন্ত এসব প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করে নেয়।

মনোনয়ন প্রত্যাহার করা চেয়ারম্যান প্রার্থীরা হলেন- বোয়ালমারী সদর ইউনিয়নে সাবেক চেয়ারম্যান আতিয়ার রহমান মোল্যা, উপজেলা আওয়ামী লীগের কৃষিবিষয়ক সম্পাদক এলেম শেখ ও বিএনপির সমর্থক মোহাম্মদ মিজানুর রহমান। দাদপুর ইউনিয়নে মো. জালাল উদ্দীন মোল্যা, গুনবহা ইউনিয়নে আবুল বাশার বিপ্লব।

সাধারণ সদস্য পদে মনোনয়ন প্রত্যাহার করেছেন- রূপাপাত ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের সঞ্জয় কুমার, ৬ নং ওয়ার্ডের আলমগীর, আয়ুব খাঁ ও বিশাল হোসাইন, ৭ নং ওয়ার্ডের মো. কামরুল ফকির।

বোয়ালমারী সদর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের খালেক শেখ ও মো. রাজ্জাক মোল্যা।

ময়না ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের নায়েব আলী, ৮ নং ওয়ার্ডের আমিনুর ইসলাম।

চতুল ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের নান্নু মিয়া। শেখর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মো. হেমায়েত শেখ।

দাদপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের আবু তাহের মোল্যা।

গুনবহা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের আবুল কালাম আজাদ এবং পরমেশ্বরদী ইউনিয়নের রনজিৎ কীর্তনীয়া।

এছাড়া সংরক্ষিত মহিলা সদস্য পদে শেখর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের খুরশিদা আক্তার মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন। মনোনয়নপত্র বাছাইয়ে দাদপুর ইউনিয়নের মিশকাত খান নামে চেয়ারম্যানে পদে একজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়। উপজেলাটিতে ২জন সাধারণ সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

তিনি আরও জানান, ৭ ডিসেম্বর মঙ্গলবার উপজেলা দশটি ইউনিয়নে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নপ্রাপ্ত আ.লীগের ১০ জন, বাংলাদেশ ইসলামী আন্দোলন ৫ জন ও জাতীয় পার্টির ১ জন প্রার্থী বাদে ৪০ জন চেয়ারম্যান প্রার্থী, সাধারণ সদস্য পদে ৩৫০ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১২৬ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ করা হবে। আগামী ২৬ ডিসেম্বর এসব প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে।

(ঢাকাটাইমস/৬ডিসেম্বর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

কোটি টাকার সেতু আছে, রাস্তাও আছে, নেই শুধু চলাচলের উপায়

ফুটবলার থেকে সংসদ সদস্য, সোনা চোরাচালানেও জড়ান আজীম?

প্রত্যেক নাগরিকের ন্যায়বিচার প্রাপ্তির অধিকার রয়েছে: প্রধান বিচারপতি

ভূঞাপুর উপজেলা নির্বাচনে হেরে ভোট কারচুপির অভিযোগ করলেন বহিষ্কৃত বিএনপি নেতা

কম্পিউটার ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন শারীরিক প্রতিবন্ধী মরিয়মের

কুমিল্লায় পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে শিশুসহ দুজনের মৃত্যু

ফরিদপুরে ডিমের বাজারে অভিযান, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

কুমিল্লায় স্ত্রীকে শ্বাসরোধে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড

চুয়াডাঙ্গায় ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত

৫ দিন পর বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি শুরু

এই বিভাগের সব খবর

শিরোনাম :