চট্টগ্রামে টিসিবির পণ্য বিক্রি শুরু, পাবে সোয়া ৫ লাখ পরিবার

চট্টগ্রামে ব্যুরো, ঢাকাটইমস
| আপডেট : ১০ জানুয়ারি ২০২৩, ১৫:৩৪ | প্রকাশিত : ১০ জানুয়ারি ২০২৩, ১৫:২১

চট্টগ্রামে ‘ফ্যামিলি কার্ড’র মাধ্যমে আজ ১০ জানুয়ারি থেকে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। মহানগর ও উপজেলা মিলে মোট ৫ লাখ ৩৫ হাজার পরিবার ভর্তুকি মূল্যে পাবেন এসব পণ্য। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে পণ্য বিক্রি কার্যক্রম। চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত।

নগরের ৪১টি ওয়ার্ড ও চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় পূর্ব নির্ধারিত স্থানগুলোতে বিক্রি হবে টিসিবির পণ্য। একজন ফ্যামিলি কার্ডধারী ৬০ টাকা কেজি দরে সর্বোচ্চ এক কেজি চিনি, ৭০ টাকা কেজি দরে সর্বোচ্চ দুই কেজি মসুর ডাল ও ১১০ টাকা দরে ২ লিটার সয়াবিন তেল কিনতে পারবেন।

নগরের যেসব এলাকায় বিক্রি হচ্ছে টিসিবির পণ্য

১ নং দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ড, ২ নং জালালাবাদ ওয়ার্ড ও ৩ নং পাঁচলাইশ ওয়ার্ড অফিস, ৪ নং চান্দগাঁও ওয়ার্ড এলাকার বহদ্দারহাট পানি উন্নয়ন বোর্ড, ৫ নং মোহরা ওয়ার্ডের ইস্পাহানি মসজিদ মাঠ, ৬ নং পূর্ব ষোলশহর ওয়ার্ড অফিসের সামনে রাস্তায় (চান্দগাঁও থানার একটু আগে এবং বহদ্দারহাটের পরে), ৭ নং পশ্চিম ষোলশহর ওয়ার্ড অফিস, ৮ নং শুলকবহর ওয়ার্ডের সামারা কনভেনশন সেন্টার (২ নং গেইটের পর বায়েজিদ রোড), ৯ নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড অফিস, ১০ নং উত্তর কাট্টলী ওয়ার্ড’র কাট্টলি সিটি করপোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, ১১ নং দক্ষিণ কাট্টলী ওয়ার্ড এলাকার কাউন্সিলরের বাড়ি সংলগ্ন লোহার পুল, ১২নং সরাইপাড়া ওয়ার্ড এলাকায় সরাইপাড়া ডিগ্রি কলেজ (প্রাণহরি রোড), ১৩ নং পাহাড়তলী ওয়ার্ড কাউন্সিলরের বাড়ি (পশ্চিম খুলশী), ১৪ নং লালখানবাজার ওয়ার্ড এলাকায় নিউ টাইগারপাস সরকারি প্রাথমিক বিদ্যালয়, ১৫ নং বাগমনিরাম ওয়ার্ড অফিস, ১৬ নং চকবাজার ওয়ার্ড এলাকার কাপাসগোলা সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন রাস্তায়, ও ১৭ নং পশ্চিম বাকলিয়া ওয়ার্ড এলাকার কাউন্সিলরের নতুন বাড়ি, ডিসি রোডে পণ্য বিক্রি করা হবে। তাছাড়া ১৮ নং বাকলিয়া ওয়ার্ডের হাজী আব্দুল মান্নান সওদাগর প্রাথমিক বিদ্যালয়, ১৯ নং দক্ষিণ বাকলিয়া ওয়ার্ড অফিস, ২০ নং দেওয়ান বাজার ওয়ার্ড অফিস, ২১ নং জামালখান ওয়ার্ড’র জেএম সেন হল, ২২ নং এনায়েত বাজার ওয়ার্ড অফিস, ২৩ নং উত্তর পাঠানটুলী ওয়ার্ড অফিস, ২৪ নং উত্তর আগ্রাবাদ ওয়ার্ড অফিস (মুহুরী পাড়া), ২৫ নং রামপুর ওয়ার্ড অফিস, ২৬ নং উত্তর হালিশহর ওয়ার্ড অফিস, ২৭ নং দক্ষিণ হালিশহর ওয়ার্ড অফিস, ২৮ নং পাঠানটুলী ওয়ার্ড অফিস, ২৯ নং পশ্চিম মাদারবাড়ি ওয়ার্ড অফিসের বিপরীত রাস্তায়, ৩০ নং পূর্ব মাদারবাড়ি ওয়ার্ড’র সিটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে পিটি আই গোডাউন সংলগ্ন মাঠ, ৩১ নং আলকরণ ওয়ার্ড’র আফাজ ভিলা মোড়, ২ নং লেইন, আলকরণ, ৩২ নং আন্দরকিল্লা ওয়ার্ড, ৩৩ নং ফিরিঙ্গীবাজার ওয়ার্ড, ৩৪ নং পাথরঘাটা ওয়ার্ড অফিস, ৩৫ নং বক্সিরহাট ওয়ার্ডের কায়সার-নিলুফার কলেজ, ৩৬ নং গোসাইলডাঙ্গা ওয়ার্ড’র নিমতলা মোড়, ৩৭ নং উত্তর মধ্যম হালিশহর ওয়ার্ড’র আনন্দবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ, ৩৮ নং দক্ষিণ মধ্যম হালিশহরের ওয়ার্ড অফিস, ৩৯ নং দক্ষিণ হালিশহর ওয়ার্ড’র আহমদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় (নিউমুরিং), ৪০ নং উত্তর পতেঙ্গা ওয়ার্ড’র পূর্ব হোসেন আহমদ পাড়া (মাজারগলি) ও ৪১ নং দক্ষিণ পতেঙ্গা ওয়ার্ড’র কাউন্সিলরের বাড়িতে পণ্য বিক্রি কার্যক্রম চলবে।

জানা গেছে, চট্টগ্রামের মহানগরের ওয়ার্ড কাউন্সিলর এবং উপজেলা পর্যায়ে ইউপি সদস্যদের তৈরি এলাকা ভিত্তিক তালিকায় কার্ডপ্রাপ্তরা টিসিবির ফ্যামিলি কার্ডের পণ্য পাবেন। চট্টগ্রাম মহানগরীতে ৩ লাখ এবং ১৫ উপজেলায় ২ লাখ ৩৫ হাজারসহ মোট ৫ লাখ ৩৫ হাজার কার্ডধারী নিম্নআয়ের পরিবার সোমবার থেকে মাসব্যাপী টিসিবির ন্যায্যমূল্যের পণ্য পাবেন।

চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্লাবন কুমার বিশ্বাস বলেন, চট্টগ্রামের প্রায় ৫ লাখ ৩৫ হাজার পরিবারে কার্ডের মাধ্যমে পণ্য বিক্রি করা হবে। সুষ্ঠুভাবে যেন পণ্য বিক্রি কার্যক্রম শেষ হয় সেদিকে আমরা লক্ষ্য রাখছি।

টিসিবি চট্টগ্রাম অঞ্চলের সহকারী কার্যনির্বাহী ও অফিস প্রধান জামাল উদ্দিন আহমেদ জানান, ঢাকাসহ সারাদেশে আজ ১০ জানুয়ারি থেকে শুরু হয়েছে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। চট্টগ্রামে আগের মতো ওয়ার্ড কাউন্সিলররা যে তালিকা আমাদের দিয়েছেন শুধু সেই সব কার্ডধারীরাই পণ্য পাবেন। পুরো প্রক্রিয়াটা দেখার দায়িত্বে জেলাপ্রশাসন।

(ঢাকাটাইমস/১০জানুয়ারি/এআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :