টঙ্গী থেকে ঢাকা সড়কে যানজট কেমন?

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১৫ জানুয়ারি ২০২৩, ১৫:৪৮ | প্রকাশিত : ১৫ জানুয়ারি ২০২৩, ১৫:৩৪

বিশ্ব ইজতেমার প্রথম পর্বের মোনাজাত শেষে তুরাগতীরের মাঠ ছাড়তে শুরু করেছেন মুসল্লিরা। দেশের বিভিন্ন জেলা থেকে আসা মুসল্লিরা যে যেভাবে পারছেন নিজ গন্তব্যে ফিরে যাচ্ছেন। এ কারণে রাজধানী ও গাজীপুরমুখী সড়কে যানবাহনের চাপ বেড়েছে।

ট্রাফিক পুলিশ বলছে, বিকাল চারটার মধ্যে সড়কে যানচলাচল স্বাভাবিক হয়ে যাবে। বর্তমানে সিলেট, ময়মনসিংহ ও উত্তরবঙ্গমুখী গাড়ির চাপ আছে।

এর আগে সকাল ১০টায় শুরু হয়ে ১০টা ২২ মিনিটে শেষ হয় বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত। এতে অন্তত ১৬ লাখ মুসল্লি অংশ নেন বলে সংশ্লিষ্টদের ধারণা।

উত্তরা ট্রাফিক বিভাগের উপকমিশনার (ডিসি) নাবিদ কামাল শৈবাল ঢাকা টাইমসকে বলেন, ‘যানজট কমতে শুরু করেছে। বিকাল চারটার মধ্যে রাজধানীর প্রবেশপথের সব সড়ক স্বাভাবিক হয়ে যাবে। ট্রাফিক পুলিশ সদস্যরা নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছেন।'

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (ট্রাফিক) আলমগীর হোসেন ঢাকা টাইমসকে বলেন, ‘আখেরি মোনাজাতের পর মুসল্লিবাহী বাস ও গণপরিবহনের ব্যাপক চাপ ছিল। তাছাড়া পায়ে হাঁটা মানুষেরও ঢল ছিল। বর্তমানে সেটা কমেছে। এখন বর্তমানে বাইপাইল, পূবাইল, উত্তরবঙ্গ, ময়মনসিংহ ও সিলেটগামী গাড়ির চাপ আছে। এক-দেড় ঘণ্টার মধ্যে এ চাপও কমে যাবে।'

(ঢাকাটাইমস/১৫জানুয়ারি/এসএস/ডিএম)

সংবাদটি শেয়ার করুন

রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজধানী এর সর্বশেষ

সবার সহযোগিতায় এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণ করতে চান মেয়র তাপস

মতিঝিলে ভুয়া ডিবি আটক

মিরপুরে অটোরিকশা চালকদের ভাঙচুর-অগ্নিসংযোগ, ৪ মামলায় আসামি ২৭০০ 

সারাদেশে আন্দোলনের হুঁশিয়ারি অটোরিকশা চালকদের

২৫ মে বঙ্গবাজার বিপণিবিতান নির্মাণ কাজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

দুই পুলিশ বক্সে আগুন, প্রচলিত আইনে ব্যবস্থা: ডিসি জসিম উদ্দিন

কাঁচা মরিচের বাজারে আগুন, ১০ দিনের ব্যবধানে দাম বেড়েছে দ্বিগুণ

নতুন ১৮ ওয়ার্ডের উন্নয়ন কার্যক্রম নিয়ে মেয়র আতিকের সঙ্গে জনপ্রতিনিধিদের বৈঠক 

কালশীতে পুলিশের সঙ্গে অটোচালকদের ধাওয়া-পাল্টা ধাওয়া

জামায়াত-বিএনপির সহযোগিতায় পুলিশ বক্সে আগুন দেওয়া হয়েছে: ইলিয়াস মোল্লা

এই বিভাগের সব খবর

শিরোনাম :