২৭ বছর পর সোনারগাঁ পৌর আ. লীগের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ২৪ জানুয়ারি ২০২৩, ১৬:০৩ | প্রকাশিত : ২৩ জানুয়ারি ২০২৩, ১৯:১৩

নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভা আওয়ামী লীগের উদ্যোগে দীর্ঘ ২৭ বছর পর তৃণমূল নেতাকর্মীদের নিয়ে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকাল ৩টার দিকে সোনারগাঁ পৌরসভা মাঠে এই সম্মেলনের আয়োজন করা হয়।

এ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়া।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন- উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল কায়সার। বিশেষ অতিথি ছিলেন- সিনিয়র সহসভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, স্বাচিপের সাবেক সাংগঠনিক সম্পাদক ডা. আবু জাফর চৌধুরী বিরু, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য মাহফুজুর রহমান কালাম।

সোনারগাঁ পৌরসভা আওয়ামী লীগের সভাপতি তৈয়বুর রহমানের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন- আওয়ামী লীগ নেতা গাজী মুজিবুর রহমান, মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু, নারায়ণগঞ্জ জেলা পরিষদের সাবেক সদস্য মোস্তাফিজুর রহমান মাসুম, উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, সাবেক ঢাকা কলেজের সভাপতি ছগির আহমেদ, সাবেক কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগ নেত্রী নাসরিন সুলতানা ঝরা, যুবলীগের সাধারণ সম্পাদক আলী, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ, পৌরসভা আওয়ামী লীগ নেতা কবির আহমেদ, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আরিফ আহমেদ, সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি রাসেল মাহামুদ, সাবেক ছাত্রনেতা ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রার্থী মামুন আহমেদ রাশেদ, পৌরসভা যুবলীগের সাধারণ সম্পাদক ফয়জুল হাসান বাবু, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা মোহাম্মদ হোসাইন, সাবেক উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও সোনারগাঁ উপজেলা ছাত্রলীগের সভাপতি প্রার্থী মো. মাহমুদুল হাসান, সোনারগাঁ উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রার্থী আসিফ আহমেদ আনিস প্রমুখ।

এসময় সোনারগাঁ পৌরসভা আওয়ামী লীগে নেতারা বলেন, সম্মেলনের মাধ্যমে আগামী নির্বাচনকে সামনে রেখে দলকে সু-সংগঠিত করার লক্ষ্যে নবীন, প্রবীনের সমন্বয়ে ত্যাগী নেতাকর্মীদের নিয়ে পৌর আওয়ামী লীগের কমিটি গঠনের দাবি জানান।

এছাড়াও সোনারগাঁ উপজেলা ও সোনারগাঁ পৌরসভা আওয়ামীলীগ ও অঙ্গসংঠনের হাজার হাজার নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/২৪জানুয়ারি/এসএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :