সিলেটের স্বাস্থ্যসেবা খাতে অনেক সম্ভাবনা রয়েছে: ড. মোমেন

সিলেট ব্যুরো, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:৩৮

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, স্বাস্থ্য খাতে সিলেটের অনেক সম্ভাবনা রয়েছে। সিলেটসহ সারাদেশের কয়েক লাখ মানুষ উন্নত চিকিৎসার জন্য ভারতে যান। সিলেটে স্বাস্থ্যসেবার মান উন্নত করা গেলে ভৌগলিক কারণে ভারতের সেভেন সিস্টারখ্যাত সাতটি রাজ্যে আমাদের ব্যবসা-বাণিজ্যের অনেক সুযোগ রয়েছে। সেখান থেকে রোগীরা এ অঞ্চলে সেবা নিতে আসবেন।

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) সিলেটে একটি বেসরকারি হাসপাতালের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, চিকিৎসার জন্য সিলেটের মানুষকে যাতে দেশের অন্য স্থানে বা দেশের বাইরে যেতে না হয় সে রকম মানসম্মত সেবা নিশ্চিত করতে হবে। করোনাকালে মাউন্ট এডোরা হাসপাতালে করোনা রোগীদের সেবা নিশ্চিত করায় প্রতিষ্ঠানটির প্রশংসা করেন তিনি।

এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিলেট সিটি করপোরেশন মেয়র আরিফুল হক চৌধুরী।

এ ছাড়া অনুষ্ঠানে অধ্যাপক ডা. এম এ মতিন, সৈয়দ মুসা মোহাম্মদ আব্দুল কাইয়ুম, সোলায়মান আহসান তানভীর এবং এমএমএস গ্লোবাল সার্ভিসেসের প্রধান সৈয়দ মাহমুদ মুসা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সৈয়দ মোহাম্মদ মুসা।

(ঢাকাটাইমস/১৭ফেব্রুয়ারি/এআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :