খিলগাঁওয়ে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি ২০২৩, ১৫:৩৮

রাজধানীর খিলগাঁও এলাকা থেকে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। তার নাম জরিনা বেগম।

মঙ্গলবার ভোরে রাজধানীর খিলগাঁও থানার দক্ষিণ বনশ্রী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সবুজবাগ থানার একটি মাদক মামলায় যাবজ্জীবন সাজা হওয়ার পর থেকেই তিনি পলাতক জীবন যাপন করেছিলেন। মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-৩ এর অধিনায়ক লে. কর্ণেল আরিফ মহিউদ্দিন আহমেদ।

গ্রেপ্তার জরিনা বেগম রাজধানীর যাত্রাবাড়ী থানার ধলপুর সিটি পল্লীর ১৪৩ নম্বর বাড়ির দুলাল মিয়ার স্ত্রী।

জরিনা বেগমের বরাত দিয়ে র‍্যাব-৩ এর অধিনায়ক জানান, গ্রেপ্তারকৃত জরিনা বেগম মাদক ব্যবসায়ী সিন্ডিকেটের একজন শীর্ষ মাদক সম্রাজ্ঞী। তার বিরুদ্ধে রাজধানীর সবুজবাগ থানায় ২০১১, ২০১৪ ও ২০১৫ সালে তিনটি, ক্ষিলখেত থানায় ২০১৩ সালে একটি, মুগদা থানায় ২০১৩ সালে একটি, রামপুরা থানায় ২০১৫ ও ২০২০ সালে দুইটি, বাড্ডা থানায় ২০১৫ সালে একটি, রমনা থানায় ২০১৬ ও ২০১৭ সালে দুটি এবং খিলগাঁও থানায় ২০২০ সালে একটি মাদক মামলাসহ মোট ১১টি মাদক মামলা রয়েছে। এরমধ্যে সবুজবাগ থানার ২০১১ সালের মাদক মামলার দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।

(ঢাকাটাইমস/২৮ ফেব্রুয়ারি/এএ/এসএম)

সংবাদটি শেয়ার করুন

অপরাধ ও দুর্নীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অপরাধ ও দুর্নীতি এর সর্বশেষ

আন্তঃজেলা ইজিবাইক চোর চক্রের মূলহোতাসহ গ্রেপ্তার ৩

এসবির অফিসার পরিচয় দিয়ে প্রতারণা, গ্রেপ্তার ৯

বেকারত্ব ঘুচাতে শিখেন অটোরিকশা ছিনতাই, গড়ে তোলেন চক্র

রিমান্ডে লোমহর্ষক তথ্য: মানুষের হাত-পা কেটে পৈশাচিক আনন্দ পেতেন মিল্টন

মিল্টন সমাদ্দারের কর্মকাণ্ডের দায় তার স্ত্রী এড়াতে পারেন না: ডিবিপ্রধান

‘আইন যেটা চাইবে সেটাই হবে’, জিজ্ঞাসাবাদ শেষে মিল্টন সমাদ্দারের স্ত্রী

জিজ্ঞাসাবাদের জন্য মিল্টন সমাদ্দারের স্ত্রীকে ডিবিতে ডাকা হয়েছে

ফ্ল্যাটের ভুয়া দলিল মর্টগেজ দিয়ে ৫০ কোটি টাকা ব্যাংক লোন নেয় চক্রটি

কষ্টিপাথরের ব্যবসাকে কেন্দ্র করে অপহরণ, গ্রেপ্তার ৭

কাঠগড়ায় দাঁড়িয়ে যা বললেন মিল্টন সমাদ্দার

এই বিভাগের সব খবর

শিরোনাম :