অ্যাটলেটিকোকে হারিয়ে শিরোপার আরও কাছে বার্সেলোনা

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ২৪ এপ্রিল ২০২৩, ১৪:৫২

স্প্যানিশ লা-লিগায় রবিবার রাতের ম্যাচে অ্যাটলেটিকো মাদ্রিদকে ১-০ গোল ব্যবধানে হারিয়েছে জায়ান্ট ক্লাব বার্সেলোনা। আর এই জয়ের মাধ্যমে শিরোপার আরও কাছে অবস্থান করছে জাভি হার্নান্দেসের শিষ্যরা। ম্যাচের বার্সেলোনার পক্ষে জয় নির্ধারণী একমাত্র গোলটি করেন ফেররান তোরেস।

এ জয়ের ফলে ৩০ ম্যাচে সর্বোচ্চ ৭৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে বার্সেলোনা। দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদ তাদের চেয়ে ১১ পয়েন্টে পিছিয়ে রয়েছে। ৩০ ম্যাচে তাদের সংগ্রহ ৬৫ পয়েন্ট। ৬০ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে রয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। আর চারে থাকা রিয়াল সোসিয়েদাদের সংগ্রহ ৫৪ পয়েন্ট।

কোপা ডেল রেতে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ৪-০ গোলের বড় ব্যবধানে হারের পর টানা দুই ম্যাচে ড্র করে বার্সেলোনা। দুই ম্যাচই গোলশূন্যতে ড্র হয়। অতপর গোলের মুখ দেখেছে বার্সেলোনা। ম্যাচের ৪৪তম মিনিটে গোল করেন ফেররান তোরেস। শেষ অবধি আর কোনো গোল আসেনি। ফলে ১-০ তে জয় পায় বার্সা।

(ঢাকাটাইমস/২৪এপ্রিল/এমএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :