ইমরান খানের মামলায় আদালত বসছে পুলিশ লাইন্সে

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ১০ মে ২০২৩, ১৭:৩৬ | প্রকাশিত : ১০ মে ২০২৩, ১৬:৫৬

আদালত প্রাঙ্গণ থেকে নাটকীয়ভাবে গ্রেপ্তারের পরদিন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক ই ইনসাফ (পিটিআই) দলের প্রধান ইমরান খানকে ইসলামাবাদের পুলিশ লাইনসের আদালতে তোলা হয়েছে।

আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় জড়িতসন্দেহে মঙ্গলবার ইসলামাবাদের আদালত প্রাঙ্গণ থেকে পিটিআই প্রধান এবং প্রধানমন্ত্রী ইমরানকে গ্রেপ্তার করে আধাসামরিক রেঞ্জার্স বাহিনী। মামলাটির তদন্ত করছে পাকিস্তানের ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো (এনএবি)।

পাকিস্তানের সংবাদ মাধ্যম ডন জানিয়েছে, এনএবি বুধবারের শুনানিতে ইমরানকে ১৪ দিনের রিমান্ডে চেয়েছে। পিটিআই চেয়ারম্যানের আইনজীবী এই আবেদনের বিরোধিতা করে বলেছেন, যে মামলায় ইমরানকে গ্রেপ্তার করা হয়েছে সেটি ব্যুরোর আওতাধীন নয়। এনএবি এমনকী তাদের তদন্ত প্রতিবেদন শেয়ারও করেনি।

তিনি বলেন, ‘প্রত্যেকেরই ন্যায্য বিচার পাওয়ার অধিকার রয়েছে।’

এনএবির কৌঁসুলি আদালতকে জানান, গ্রেপ্তারের সময়ই ইমরানকে তার বিরুদ্ধে জারি করা পরোয়ানা দেখানো হয়েছে। প্রয়োজনীয় সব নথিপত্র দেওয়া হবে বলে ইমরানের আইনজীবীকে আশ্বস্তও করেন তিনি। শুনানি শেষে বিচারক রিমান্ডের বিষয়ে সিদ্ধান্ত পরে দেওয়া হবে বলে জানান।

ইমরানের বিচার শুরুর জন্য পুলিশ লাইনকে আগেই অস্থায়ী আদালতের মর্যাদা দেওয়া হয়েছিল। ইসলামাবাদ পুলিশ লাইনসের যে পুলিশ গেস্ট হাউজে ইমরান খানকে রাখা হয়েছে, সেখানেই বুধবার আদালত বসবে বলে তার আইনজীবী ফয়সাল চৌধুরী বুধবার সকালে জানিয়েছিলেন।

সিএনএন জানিয়েছে, ইমরান সমর্থকদের দূরে রাখতেই এ ব্যবস্থা নিয়েছে পুলিশ। মক্কেলের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ করতে দেওয়া হয়নি বলেও অভিযোগ করেছেন এ আইনজীবী।

(ঢাকাটাইমস/১০মে/এসএটি)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :