বঙ্গবন্ধু শেখ মুজিব স্কলার অ্যাওয়ার্ড পেলেন জবি শিক্ষার্থী সাইমুম

জবি প্রতিনিধি, ঢাকা টাইমস
| আপডেট : ১২ জুন ২০২৩, ২০:৫২ | প্রকাশিত : ১২ জুন ২০২৩, ১৯:৩৫

বঙ্গবন্ধু শেখ মুজিব স্কলার অ্যাওয়ার্ড-২০২২ পেয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ইব্রাহিম আজাদ সাইমুম। তিনি বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

রবিবার (১১ জুন) প্রধানমন্ত্রীর কার্যালয়ে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে নিজ হাতে এই পুরস্কার তুলে দেন। স্নাতকোত্তর পর্যায়ে সারাদেশ থেকে মোট ২২ জন শিক্ষার্থীকে এ অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে।

বঙ্গবন্ধু শেখ মুজিব স্কলার অ্যাওয়ার্ডের জন্য স্নাতকোত্তর পর্যায়ে সব বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রিতে ৩ দশমিক ৭০ পয়েন্ট প্রাপ্ত ৪৮৩ শিক্ষার্থী আবেদন করেন। সেখান থেকে তাদের স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষাজীবনে সব একাডেমিক ট্রান্সক্রিপ্ট, সার্টিফিকেট, সহশিক্ষা কার্যক্রম, কাজের অভিজ্ঞতার ভিত্তিতে ৬৬ শিক্ষার্থীকে সাক্ষাৎকারের জন্য ডাকা হয়। এখান থেকে ২২ জনকে নির্বাচিত করে এ অ্যাওয়ার্ডয়ের জন্য।

অ্যাওয়ার্ড প্রাপ্তির বিষয়ে ইব্রাহিম আজাদ সাইমুম বলেন, ‘এই বৃহৎ প্রচেষ্টার ক্ষুদ্র অংশ হতে পেরে আমি আনন্দিত এবং গর্ববোধ করছি। আমার ক্ষুদ্র জীবনে এই বৃত্তির মাধ্যমে কিছু সফলতা আমার মাকে দিতে পেরেছি। এটাই জীবনের সবচেয়ে বড় অর্জন।’

সাইমুম বলেন, প্রধানমন্ত্রীর অসংখ্য উদ্যোগের ধারাবাহিকতায় আজকের এই ‘শেখ মুজিব স্কলার’ প্রদান। এই বৃত্তি অসংখ্য শিক্ষার্থীকে প্রেরণা জোগাবে সামনে এগিয়ে যেতে।

অ্যাওয়ার্ডপ্রাপ্ত প্রত্যেক স্কলারকে প্রধানমন্ত্রীর স্বাক্ষর সম্বলিত ক্রেস্ট ও তিন লাখ টাকা করে পুরস্কার দেওয়া হয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে প্রথম কোনো শিক্ষার্থী হিসেবে ইব্রাহিম আজাদ সাইমুম এ অ্যাওয়ার্ড পেলেন।

(ঢাকাটাইমস/১২জুন/কেএম)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

যে কারণে আন্তঃবিশ্ববিদ্যালয় ভলিবল টুর্নামেন্টে অংশ নিচ্ছে না নোবিপ্রবি

ব্যতিক্রমী উদ্যোগ: শিক্ষার্থীদের জন্য শরবতের আয়োজন ঢাবি অধ্যাপকের

জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন পরীক্ষা নিয়ন্ত্রক মেজবাহ্ উদ্দিন

বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিদ্ধান্ত প্রত্যাখ্যান কুবি শিক্ষার্থীদের

পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত বন্ধ কুমিল্লা বিশ্ববিদ্যালয়

প্রতি বছর ফিলিস্তিনের ২০ শিক্ষার্থীকে বৃত্তি দেবে ঢাকা বিশ্ববিদ্যালয়

পরীক্ষায় বসতে রাজি বুয়েট শিক্ষার্থীরা

কুবির শেখ হাসিনা হল প্রাধ্যক্ষের পদত্যাগ

বিশ্ববিদ্যালয়ে ই-রিসোর্সের ব্যবহার বাড়ানোর আহ্বান ইউজিসির

আপিল করবে না শিক্ষা মন্ত্রণালয়, বৃহস্পতিবার পর্যন্ত ছুটি বহাল

এই বিভাগের সব খবর

শিরোনাম :