জাপানে প্রবল বর্ষণে নিহত ৬, নিখোঁজ ৩

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১১ জুলাই ২০২৩, ১৬:১৩

জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কিউশু দ্বীপে প্রবল বৃষ্টির কারণে সৃষ্ট বন্যা ও ভূমিধসের ফলে ছয় জনের মৃত্যু হয়েছে এবং আরও তিনজন নিখোঁজ রয়েছে বলে মঙ্গলবার কর্মকর্তারা জানিয়েছেন। উদ্ধারকারীরা নিখোঁজদের সন্ধান করছে। খবর রয়টার্সের।

জাপান আবহাওয়া সংস্থা দ্বীপের উত্তরাঞ্চলের জন্য সোমবার জারি করা ভারী বৃষ্টিপাতের জন্য বিশেষ সতর্কতা নিম্ন স্তরের সতর্কতা এবং উপদেশগুলি হ্রাস করেছে, তবে আরও ভূমিধস ঘটকে পারে বলে বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।

সাম্প্রতিক দিনগুলিতে বিশ্বের বিভিন্ন অংশে অস্বাভাবিকভাবে ভারী বৃষ্টিপাতের শিকার হওয়া সর্বশেষ দেশ হল জাপান যা জলবায়ু পরিবর্তনের গতির নতুন আশঙ্কা উত্থাপন করেছে৷

দেশটির মুখ্য মন্ত্রিপরিষদ সচিব হিরোকাজু মাতসুনো একটি নিয়মিত সংবাদ সম্মেলনে বলেছেন, ‘পৌরসভাগুলি এখনও হতাহতের বিষয়ে পরীক্ষা করছে। তবে আমরা তিনজনের মৃত্যুর খবর পেয়েছি, আরও তিনটি মৃত্যু সম্ভাব্য দুর্যোগের সঙ্গে সম্পর্কিত। পাশাপাশি তিনজন নিখোঁজ এবং দুজন হালকা আহত হয়েছে।’

মাতসুনো বলেন, এ দুর্যোগে ‘যাদের মৃত্যু হয়েছে আমরা তাদের প্রতি আমাদের সমবেদনা জানাই এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের প্রতি আমাদের আন্তরিক সহানুভূতি জানাই।’

বন্যা ও অন্যান্য ক্ষয়ক্ষতির কারণে প্রত্যন্ত কিছু এলাকার লোকজন একেবারে যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। তবে সেখানের বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। মঙ্গলবার প্রথম প্রহরের দিকে যানবাহন চলাচল ব্যাহত হয়, কিছু ট্রেন পরিষেবা বন্ধ এবং মহাসড়কে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়। এদিকে এ দুর্যোগে ১৪০০ বাড়ি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

২০২১ সালে আতামি শহরে প্রবল বর্ষণের ফলে সৃষ্ট ভূমিধসে ২৭ জন প্রাণ হারায়। ২০১৮ সালে বর্ষার সময় জাপানের পশ্চিমাঞ্চলে বন্যা ও ভূমিধসে দুই শতাধিক মানুষের মৃত্যু ঘটে।

(ঢাকাটাইমস/১১জুলাই/এসএটি)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :