নির্বাচন নিয়ে ইনুকে কোন ইঙ্গিত দিলেন প্রধানমন্ত্রী?

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
| আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৩, ২২:৩১ | প্রকাশিত : ২৩ ডিসেম্বর ২০২৩, ২২:২৭

মান-অভিমান কাটিয়ে শেষ পর্যন্ত ১৪ দলীয় জোটের প্রার্থী হয়ে নৌকা প্রতীকে নির্বাচন করছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু। কিন্তু তারপরও কি ইনুর ভোটে জেতা নিয়ে কোনো শঙ্কা দেখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা? তা না হলে এমন ইঙ্গিত কেন দিলেন প্রধানমন্ত্রী?

শনিবার রাজধানীর তেজগাঁও থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে ছয় জেলার জনসভায় ভার্চুয়াল বক্তব্যে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুর উদ্দেশে আওয়ামীলীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আমাদের ইনু ভাইও নৌকায় চড়েছেন। নৌকা যেন দোল খেয়ে পড়ে না যায়।

প্রধানমন্ত্রীর এই বক্তব্যের পর নানা আলোচনা ওঠে ইনুর নির্বাচন নিয়ে। চলে নানা জল্পনা কল্পনা। কোনোভাবেই মিলছে না সমীকরণ। তাহলে প্রধানমন্ত্রী কি ইনুর জনসমর্থন কম থাকার দিকে ইঙ্গিত দিলেন? নাকি ভিন্ন কোনো শঙ্কা দেখছেন ইনুর ভোটে জেতা নিয়ে? প্রশ্নের উত্তর খুঁজছেন ইনুর সমর্থক সংশ্লিষ্ট আসনের মানুষ।

প্রতীক বরাদ্দ পাওয়ার দুই দিন পর ভেড়ামারা উপজেলার গোলাপনগরে নিজ বাড়িতে যান ইনু। তবে, সময় পাশে পাননি স্থানীয় আওয়ামী লীগের শীর্ষ নেতাদের।

আসনটিতে জোটের প্রার্থী হিসেবে নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি। তবে, তার শক্ত প্রতিদ্বন্দ্বী মিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদত্যাগী উপজেলা পরিষদ চেয়ারম্যান কামারুল আরেফিন স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন। ট্রাক প্রতীক নিয়ে তিনি মিরপুর ভেড়ামারা উপজেলায় আওয়ামী লীগ নেতা-কর্মীদের নিয়ে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন।

স্থানীয়রা জানান, দুই উপজেলায় আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সঙ্গে জাসদ নেতাদের বিরোধের কারণে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী এখানে বেশ ভালো অবস্থানে আছেন। দুই উপজেলার আওয়ামী লীগের প্রায় সব নেতা-কর্মী স্বতন্ত্র প্রার্থী কামারুল আরেফিনের পক্ষে কাজ করছেন।

কুষ্টিয়া- আসনের আওয়ামী লীগ নেতা-কর্মী স্থানীয় ভোটরা মনে করেন, সুষ্ঠু নির্বাচন হলে তাদের প্রার্থীই (কামারুল) বহু ভোটে এগিয়ে থাকবেন।

সংশ্লিষ্টরা মনে করছেন- নির্বাচন সুষ্ঠু করতে জনগণের ভোটে জয়ী হয়ে আসার যে কথা প্রধানমন্ত্রী বলে আসছেন, ইনুকে নিয়ে মন্তব্য কী সে কথারই ইঙ্গিত বহন করে।

(ঢাকাটাইমস/২৩ডিসেম্বর/এইচএম/বিবি)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

বিএনপি নেতা আবু আশফাককে কারাগারে পাঠানোর ঘটনায় মহাসচিবের উদ্বেগ

ইরানের প্রেসিডেন্টের মৃত্যুতে ১২ দলীয় জোটের শোক

শফিউল আলম প্রধানের ৭ম মৃত্যুবার্ষিকী মঙ্গলবার

ইশরাকের মুক্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ

ঢাকা জেলা বিএনপির সভাপতি আবু আশফাকের জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ

খালেদা জিয়াকে মুক্ত করে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে: ফারুক

দেশের আর্থিক খাতে যেকোনো সময় ভয়ংকর ক্র্যাশ ল্যান্ডিং হতে পারে: রিজভী 

ইরানের প্রেসিডেন্টের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক

বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা না করে অটোরিকশা বন্ধ অমানবিক: বাংলাদেশ ন্যাপ 

অটোরিকশাচালকদের ওপর সরকার স্টিম রোলার চালাচ্ছে: রিজভী 

এই বিভাগের সব খবর

শিরোনাম :