৬ দিন পর ডুবে যাওয়া ফেরির ইঞ্জিন চালকের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
| আপডেট : ২২ জানুয়ারি ২০২৪, ১৮:৩০ | প্রকাশিত : ২২ জানুয়ারি ২০২৪, ১৮:২০
নিহত হুমায়ুন কবির (ছবি-সংগৃহীত)।

দুর্ঘটনার ৬ দিন পর দুর্ঘটনাস্থল থেকে ১৩ কিলোমিটার দূরে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়েছে মানিকগঞ্জের পাটুরিয়ায় ডুবে যাওয়া ফেরি রজনীগন্ধার সহকারী ইঞ্জিন চালক হুমায়ুন কবিরের মরদেহ। ফায়ার সার্ভিসের ডুবুরি দল মরদেহটি উদ্ধার করেছে।

সোমবার বিকাল ৪টার দিকে মৃত হুমায়ুন কবিরের ভাই রফিকুল ইসলাম মরদেহটি শনাক্ত করেছেন।

বিষয়টি নিশ্চিত করে বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের ডিজিএম (বাণিজ্য) শাহ মো. খালেদ নেওয়াজ বলেন, আজ বিকাল ৪টার দিকে পাটুরিয়া ফেরিঘাট থেকে প্রায় ১৩ কিলোমিটার দূরে হরিরামপুর উপজেলার বাহাদুরপুর এলাকায় পদ্মা নদী থেকে হুমায়ুন কবিরের মরদেহ উদ্ধার করা হয়।

উল্লেখ্য, গত বুধবার (১৭ জানুয়ারি) সকাল সোয়া ৮টার দিকে ৯টি পণ্যবাহী ট্রাক ও স্বল্প সংখ্যক যাত্রী নিয়ে পাটুরিয়ার ৫নং ফেরিঘাট এলাকায় ফেরিটি ডুবে যায়।

(ঢাকাটাইমস/২২জানুয়ারি/পিএস)

সংবাদটি শেয়ার করুন

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :