মায়ের সঙ্গে অভিমান করে মাদরাসা ছাত্রীর আত্মহত্যা

সিঙ্গাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:২৪| আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:৫০
অ- অ+

মানিকগঞ্জের সিঙ্গাইরে মায়ের সঙ্গে অভিমান করে মীম নুর (১৪) নামের ১০ম শ্রেণির এক ছাত্রী আত্মহত্যা করেছে বলে জানা গেছে। শনিবার রাত ৮টার দিকে উপজেলার ধল্লা ইউনিয়নের খাশেরচর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মীম নুর ওই এলাকার মোল্লা আব্দুর রফের কন্যা। সে স্থানীয় মোহাম্মদীয়া আলীম মাদরাসার ১০ম শ্রেণির ছাত্রী ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, মীম নুর তার মায়ের সঙ্গে অভিমান করে নিজ কক্ষের দরজা বন্ধ করে রাত ৮টার দিকে শুয়ে পড়ে। কিছুক্ষণ পরে বাড়ির লোকজন তাকে ডাকতে থাকেন। কিন্তু কোনো সাড়া-শব্দ না পাওয়ায় দরজা ভেঙে ঘরে প্রবেশ করে ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় মীমকে ঝুলতে দেখেন তারা। পরে পুলিশে খবর দিলে লাশ উদ্ধার করা হয়।

সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

(ঢাকাটাইমস/১১ফেব্রুয়ারি/প্রতিনিধি/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
অক্সফাম ও ওয়াটারএইড ‘অনির্বাণ –রাইজ অ্যান্ড লিড’ শীর্ষক  উদ্যোগ চালু করল
সুপ্রিম কোর্টে শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য, নিরাপত্তা জোরদার
সোনারগাঁ সাব-রেজিস্ট্রি অফিসে প্রক্সি দলিল লেখকের দাপট
বোয়ালমারীতে বঙ্গবন্ধু স্বাধীনতা স্মৃতিস্তম্ভ ভেঙে দিল ছাত্র-জনতা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা