মায়ের সঙ্গে অভিমান করে মাদরাসা ছাত্রীর আত্মহত্যা

মানিকগঞ্জের সিঙ্গাইরে মায়ের সঙ্গে অভিমান করে মীম নুর (১৪) নামের ১০ম শ্রেণির এক ছাত্রী আত্মহত্যা করেছে বলে জানা গেছে। শনিবার রাত ৮টার দিকে উপজেলার ধল্লা ইউনিয়নের খাশেরচর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মীম নুর ওই এলাকার মোল্লা আব্দুর রফের কন্যা। সে স্থানীয় মোহাম্মদীয়া আলীম মাদরাসার ১০ম শ্রেণির ছাত্রী ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, মীম নুর তার মায়ের সঙ্গে অভিমান করে নিজ কক্ষের দরজা বন্ধ করে রাত ৮টার দিকে শুয়ে পড়ে। কিছুক্ষণ পরে বাড়ির লোকজন তাকে ডাকতে থাকেন। কিন্তু কোনো সাড়া-শব্দ না পাওয়ায় দরজা ভেঙে ঘরে প্রবেশ করে ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় মীমকে ঝুলতে দেখেন তারা। পরে পুলিশে খবর দিলে লাশ উদ্ধার করা হয়।
সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
(ঢাকাটাইমস/১১ফেব্রুয়ারি/প্রতিনিধি/পিএস)

মন্তব্য করুন