দুই শিশুসহ মায়ের মরদেহ উদ্ধার

মুন্সিগঞ্জ প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৪:৫০| আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৪:৫৪
অ- অ+

মুন্সীগঞ্জের সিরাজদিখানে বসতঘর থেকে দুই শিশুসহ মায়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন, মা সায়মা বেগম (৩৩), তার মেয়ে ছাইমুনা (১১) ও ছেলে তাওহীদ (৭)।

নিহত সায়মা বেগমের স্বামী আলী মিয়া সৌদি আরব প্রবাসী।

রবিবার সকালে সিরাজদিখানে কেয়াইন ইউনিয়নের উত্তর ইসলামপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বসতঘর থেকে মা ও দুই শিশুর মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে মুন্সীগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল) মোস্তাফিজুর রহমান রিফাত বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ দুই শিশুসহ মায়ের মরদেহ উদ্ধার করে। মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

ঋণের চাপে দুই শিশুসহ মা আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা। তিনি বলেন, তদন্ত শেষে মৃত্যুর কারণ নিয়ে বিস্তারিত জানানো যাবে। ধারণা করা হচ্ছে, প্রথমে দুই শিশুকে বিষপান করিয়ে পরে নিজে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন সায়মা।

(ঢাকাটাইমস/২৫ফেব্রুয়ারি/কেএ/জেডএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কাতারের আমিরকে ধন্যবাদ জানিয়ে পত্র তারেক রহমানের
বিএনপির সমাবেশে সাংবাদিক পরিচয়ে শিবিরকর্মী!
৫ বছরের শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার
হঠাৎ অসুস্থ লুৎফুজ্জামান বাবর, নেওয়া হয়েছে হাসপাতালে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা