ভারতে নির্মাণাধীন সেতু ভেঙে নিহত ১, আটকা ৩০ শ্রমিক

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
| আপডেট : ২২ মার্চ ২০২৪, ১৬:৩৪ | প্রকাশিত : ২২ মার্চ ২০২৪, ১৬:১৫

ভারতের বিহারে নির্মাণাধীন সেতু ভেঙে পড়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত এক শ্রমিকের মৃত্যু এবং ৯ জন আহত খবর পাওয়া গেছে। ব্রিজের নীচে কমপক্ষে ৩০ জন শ্রমিকের আটকে থাকার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই উদ্ধারকাজ শুরু হয়েছে।

শুক্রবার সকাল ৭টার দিকে বিহারের সুপৌল জেলায় এই সেতু বিপর্যয়ের ঘটনা ঘটেছে।

সুপৌলের জেলা প্রশাসক জানিয়েছেন, একজনের মৃত্যুর পাশাপাশি এখনও পর্যন্ত ৯ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন। মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আঞ্চলিক কর্মকর্তা ওয়াইবি সিং সংবাদ সংস্থা পিটিআইকে বলেছেন, সেতুটিতে ১৭১টি পিয়ার রয়েছে- এরমধ্যে ১৫৩ এবং ১৫৪ নাম্বার পিয়ারের মধ্যে স্প্যানটি ভেঙে পড়েছে।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, কোশী নদীর উপর সুপৌল জেলার বকৌর থেকে মধুবনী জেলার ভেজার সংযোগস্থাপনে ১০.২ কিলোমিটারের এই সেতুর নির্মাণ করা হচ্ছিল। এই সেতু নির্মাণে ব্যয় ধরা হয়েছে ৯৮৪ কোটি রুপি ব্রিজটি সম্পূর্ণ তৈরি হয়ে গেলে তা দেশটির অন্যতম দীর্ঘ সেতু হতে পারত। কিন্তু শুক্রবার সকালে তারই কিছু অংশ ভেঙে পড়েছে।

২০১৯ সালের মধ্যেই এই সেতুর কাজ সম্পন্ন হওয়ার কথা ছিল। কিন্তু তা হয়নি। সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই সেতুর কাজ শেষ হয়ে যেত বলে ধারণা। তবে কীভাবে এই ঘটনা ঘটল তা এখনও স্পষ্টভাবে জানা যায়নি।

বিহারে ব্রিজ ভেঙে পড়ার ঘটনা এই নতুন নয়। ২০২২ সালে ভাগলপুরে একটি নির্মাণাধীন সেতু ভেঙে পড়েছিল। ঠিক তার পরের বছর অর্থাৎ ২০২৩ সালে ১৪ মাসের মাথায় সেই সেতুটিই ফের ভেঙে পড়ে।

সূত্র: এনডিটিভি

(ঢাকাটাইমস/২২মার্চ/এমআর)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

ফিলিস্তিন ইস্যুতে বিক্ষোভকারী শিক্ষার্থীদের বহিষ্কার করছে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়

যুদ্ধবিরতি চুক্তি না হলে ৭২ ঘণ্টার মধ্যে রাফাহতে আক্রমণ চালাবে ইসরায়েল

গাদ্দার বলেছিলেন মমতা, দেরিতে হলেও পাল্টা দিলেন মিঠুন

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নতিতে বড় সুবিধাভোগী উত্তর-পূর্ব ভারত: জয়শঙ্কর

ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে ইইউর দেশগুলো 

ইসরায়েলি সেনাবাহিনীর ৫ ইউনিট মানবাধিকার লঙ্ঘন করেছে: যুক্তরাষ্ট্র

আটলান্টিক মহাসাগরে নৌকাডুবিতে ৫১ অভিবাসী নিখোঁজ

প্রিন্টার, জৈব কালি দিয়ে তৈরি হচ্ছে কৃত্রিম ‘রক্তনালি’!

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে ৪ পুলিশ কর্মকর্তা নিহত

পেরুতে পাহাড়ি রাস্তা থেকে বাস খাদে পড়ে নিহত ২৫

এই বিভাগের সব খবর

শিরোনাম :