আইপিএলে অ্যালকোহল কোম্পানির লোগো গায়ে জড়াননি মুস্তাফিজ
আইপিএলে মুস্তাফিজুর রহমানের শুরুটা হলো দুর্দান্ত। আসরের উদ্বোধনী ম্যাচে চোখ ধাঁধানো বোলিং করেছেন তিনি। চেন্নাইয়ের হয়ে আইপিএল অভিষেকেই করেছেন নিজের আইপিএল ক্যারিয়ার সেরা বোলিং। তবে আলাদাভাবে নজর কেড়েছে মুস্তাফিজের জার্সি।
বল হাতে ৪ ওভারে ২৯ রান দিয়েছেন তিনি। সঙ্গে নিয়েছেন ৪ উইকেট। সেই চার উইকেটের মাঝে আছে বিরাট কোহলি, ফাফ ডু প্লেসিস, ক্যামেরন গ্রিনের মত তারকার নাম। আছে রজত পতিদারের মতো উদীয়মান তারকাও। ম্যাচশেষে ফিজ পেয়েছেন ম্যান অব দ্য ম্যাচ এবং ফ্যান্টাসি প্লেয়ার অব দ্য ম্যাচের পুরস্কার।
তবে এদিন মুস্তাফিজের এমন পারফরম্যান্সের পাশাপাশি নজরে এসেছে তার জার্সিও। চেন্নাইয়ের হলুদ জার্সির বাম হাতে দুই স্টিকার থাকলেও, মুস্তাফিজের জার্সিতে ছিল কেবল একটি। আইপিএলের নিজস্ব লোগোর ওপরে SNJ গ্রুপের স্পন্সর স্টিকার না লাগিয়েই মাঠে নেমেছেন মুস্তাফিজ।
ভারতের SNJ গ্রুপের অ্যালকোহলিক পণ্য SNJ 10000 চেন্নাই সুপার কিংসের স্পন্সর হিসেবে আছে লম্বা সময় ধরে। সবশেষ ২০২২ সালে নতুন করে তিন বছরের জন্য সিএসকের সঙ্গে চুক্তি বৃদ্ধি করেছিল এই কোম্পানি। সেই সুবাদে অ্যালকোহল উৎপাদনকারী এই প্রতিষ্ঠানের লোগো জায়গা করে নেয় চেন্নাইয়ের জার্সিতে।
কিন্তু মুসলমান ক্রিকেটারদের এমন স্পন্সর গায়ে পরিধান করা নিষেধ বলেই কি না মুস্তাফিজ খেললেন সেই স্টিকার ছাড়াই। এর আগে চেন্নাইয়ের আরেক মুসলিম ক্রিকেটার মঈন আলীও মাঠে নেমেছিলেন SNJ গ্রুপের লোগো ছাড়াই।
ঢাকাটাইমস/২৩মার্চ/এনবিডব্লিউ)