ঈদযাত্রায় নিরাপদে ফিরতে বড় যানবাহন ব্যবহারের পরামর্শ ডিএমপি কমিশনারের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
| আপডেট : ০২ এপ্রিল ২০২৪, ১৭:১৮ | প্রকাশিত : ০২ এপ্রিল ২০২৪, ১৬:৫৪

ঈদযাত্রায় নিরাপদে গন্তব্যে পৌঁছতে বড় যানবাহন ব্যবহারের পরামর্শ দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান। বলেন, ‘ঈদের সময় সড়কে গাড়ির অনেক চাপ থাকে। ফলে আমি মনে করি এই সময়ে দুর্ঘটনার ঝুঁকিও থাকে। নিজেদের নিরাপত্তার কথা চিন্তা করে ছোট যানবাহন এড়িয়ে বড় বাহনে যাতায়াত করা উচিত।’

মঙ্গলবার দুপুরে রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মলে পবিত্র ঈদ উল-ফিতর উপলক্ষে শপিংমল ও বাজার পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, ‘ঈদের ছুটিতে ঢাকা থেকে প্রায় দেড় কোটি মানুষ বাইরে যাবেন। এই সময়ে ঢাকা শহর ফাঁকা থাকে। তাই আমরা পরামর্শ দিবো নগরবাসীর মূল্যবান জিনিসপত্রের বিষয়ে নিজেরো সজাগ থাকবেন এবং সচেতন থাকবেন। পুলিশের পক্ষ থেকে দিনে রাতে ২৪ ঘণ্টা বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ছুটি শেষ হওয়ার আগ পর্যন্ত এই কার্যক্রম চলমান থাকবে।’

ঈদের কেনাকাটার কারণে মধ্যরাত পর্যন্ত নগরবাসী বাইরে থাকছেন। ফলে সড়কে গাড়ির চাপ থাকে। কিন্তু রাতে ট্রাফিক সদস্যরা না থাকার কারণে ভোগান্তির সৃষ্টি হচ্ছে। এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটি আমরা রমজানে শুরুতে নেইনি। এখন দেখছি যে মানুষ রাতে মার্কেট করছে। গভীর রাত পর্যন্ত মানুষ কেনাকাটা করায় দোকান ও মার্কেট খোলা থাকছে। আমরা এখন থেকে ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করছি।’

তিনি জানান, আসন্ন ঈদুল ফিতরে রাজধানী ঢাকার বুকে চলাচলকারী লোকাল বাস বাইরের জেলায় যেতে দেওয়া হবে না। এজন্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। তারা এ নিয়ে কাজ করছে।

রাজধানীতে ছিনতায়ের হার নিন্মমূখী জানিয়ে হাবিবুর রহমান বলেন, ‘ছিনতাই রোধে আমাদের টিম কাজ করছে। ডিএমপির ৮ বিভাগে টাস্কফোর্সের কমিটি গঠন করা হয়েছে। সেখানে ডিসি ও থানা পুলিশ এক সঙ্গে কার্যক্রম পরিচালনা করছে। টাস্কফোর্স গঠনের পর বর্তমানে ডিএমপিতে ছিনতাইয়ের হার নিম্নমুখী। অর্থাৎ কমতে শুরু করেছে।’

ঈদে নাড়ির টানে যেসব পুলিশ সদস্যরা দূরদূরান্তে যাবেন তাদের মোটরসাইকেল পরিহার করতে বলা হয়েছে জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, ‘আমাদের পুলিশ সদস্যরা যারা ছুটিতে দূরদূরান্তে যাবেন তাদেরকে আমরা নিরুৎসাহিত করিনি। তবে তাদের নিষেধ করেছি, তারা কোনো অবস্থাতেই মোটরসাইকেল নিয়ে নিজের এলাকায় যেতে পারবেন না। মহাসড়কে মোটরসাইকেল নিয়ে পুলিশ সদস্যদের যেতে নিষেধ করেছি, দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়ার জন্য।’

কমিশনার বলেন, ‘পরিসংখ্যানের দিকে তাকালে দেখা যাবে গত এক বছরে যত দুর্ঘটনা ঘটেছে। অর্ধেকের বেশি মোটরবাইক দুর্ঘটনায় নিহত হয়েছে। সেই পরিসংখ্যানই বলে দেয় আমাদের কী করতে হবে।’ তিনি বলেন, ‘অনেকের নিজস্ব মতামত থাকতে পারে এ বিষয়ে, ঈদের সময় অনেক গাড়ির চাপ থাকে, কিছুটা দুর্ঘটনারও ঝুঁকি থাকে। তারা নিজেদের নিরাপত্তার কথা চিন্তা করে, তারা কি করবেন তাদের ভাবা উচিত। ছোট যানবাহন এড়িয়ে বড় যানবাহনে যাতায়াত করা অধিক নিরাপদ।’

এবারের ঈদ উৎসবকে কেন্দ্র কোনো ধরনের হুমকি আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘এখন পর্যন্ত ঈদ উৎসবকে কেন্দ্র করে কোনো ধরনের হুমকি বা নাশকতার তথ্য পুলিশের কাছে নেই।’

এর আগে বসুন্ধরার সিটি শপিং মলে অবস্থিত একাধিক দোকান পরিদর্শন করেন ডিএমপি কমিশনার। এসময় ক্রেতা ও বিক্রেতাদের সঙ্গে কথা বলেন ও তাদের অভিযোগ শোনেন তিনি।

(ঢাকাটাইমস/০২এপ্রিল/এলএম/কেএম)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :