সিনেমায় অশ্লীলতা বেড়েছে, ভালো চরিত্র পেলে করব: ববিতা

বিনোদন প্রতিবেদক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ০৫ এপ্রিল ২০২৪, ১৪:২২

২০০০ সালের পর থেকে বাংলাদেশের চলচ্চিত্রে অশ্লীলতা ভয়াবহ রূপ ধারণ করেছিল। সেই অন্ধকার যুগ থেকে বেরিয়েও এসেছে। নির্মিত হচ্ছে সুস্থ ধারার চলচ্চিত্র। তবে বর্তমানে চলচ্চিত্রে অশ্লীলতা ফের কিছুটা বেড়েছে বলে দাবি করেছেন সোনালি দিনের চিত্রনায়িকা ফরিদা আক্তার ববিতা।

সম্প্রতি দেওয়া একটি সাক্ষাৎকারে এমন দাবি করেছেন অভিনেত্রী। বাংলাদেশের বর্তমান সিনেমা দেখা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে ববিতা বলেন, ‘খবর রাখা হয় না। নতুন কোনো সিনেমাও সেভাবে দেখা হয় না। তবে দুই-একটি দেখেছি। মনে হয়েছে গল্প ও নির্মাণে কিছুটা উন্নতি হলেও অশ্লীলতা কিছুটা বেড়েছে। সুড়সুড়ি টাইপের অভিনয় দেখে আমি অভ্যস্ত নই। তাই সেভাবে দেখা হয় না।’

সত্তর ও আশির দশকে কালজয়ী সব সিনেমায় অভিনয় করেছেন ববিতা। কাজ করেছেন সত্যজিৎ রায় ও জহির রায়হানের মতো কিংবদন্তিদের সঙ্গে। দীর্ঘ তিন যুগের ক্যারিয়ারে কয়েকশো সিনেমায় দেখা গেছে তাকে। পরপর তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতে রেকর্ডও গড়েছেন।

সেই ববিতা কয়েক বছর ধরে অভিনয় থেকে অনেকটাই দূরে। বেশিরভাগ সময় থাকেন কানাডায় একমাত্র ছেলে অনিক মাহমুদের কাছে। সেখান থেকে সম্প্রতি দেশে ফিরেছেন নন্দিত এই অভিনেত্রী। জানিয়েছেন, কোরবানির ঈদের পর আবার কানাডায় চলে যাবেন ছেলের কাছে।

মাঝে সিনেমা ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছিলেন ববিতা। কিছুদিন পর আবার ফেরার ইঙ্গিতও দিয়েছিলেন। বলেছিলেন, ভালো চরিত্র পেলে তিনি অভিনয় করবেন। কিন্তু এতদিনেও কি একটি ভালো চরিত্র তিনি পাননি?

এ প্রসঙ্গে ববিতা বলেন, ‘অবশ্যই সিনেমা করব। এটাই আমার পেশা। আমি কখনো অভিনয়কে বিদায় বলতে পারি না। তবে এখন যেসব চরিত্রের জন্য আমাকে ডাকা হয়, সেগুলো করতে আমি অভ্যস্ত নই।’

অভিনেত্রী বলেন, ‘মাঝে শাকিব খানের কী একটি সিনেমার জন্য আমার সঙ্গে যোগাযোগ করা হয়। শুটিং হওয়ার কথা ছিল আমেরিকা আর কানাডায়। কিন্তু আমি না বলে দিয়েছি। শুধু মায়ের চরিত্রে অভিনয় করতে আমি চাই না। কেউ যদি আমাকে কেন্দ্র করে গল্প তৈরি করে তাহলে অবশ্যই অভিনয় করব।’

বলিউডের উদাহরণ টেনে ববিতা বলেন, ‘অমিতাভ বচ্চন এ বয়সেও কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন। শ্রীদেবী মৃত্যুর আগেও প্রধান চরিত্রে অভিনয় করেছেন। কিন্তু আমাদের দেশে এ চর্চাটা নেই। সবাই মনে করে, বয়স হয়ে গেলেই নায়কের বাবা-মার চরিত্র ছাড়া আমাদের কোনো চরিত্র নেই। তাই আমি সিনেমায় নেই। ভালো এবং মনের মতো গল্প পেলে অবশ্যই সিনেমা করব।’

দীর্ঘ ক্যারিয়ারে ৩৫০টিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন ববিতা। জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন আটবার। তার মধ্যে একটি আজীবন সম্মাননা। এছাড়া পেয়েছেন ‘মেরিল-প্রথম আলো পুরস্কার’, বাচসাস পুরস্কার, জহির রায়হান পদক, টেলি সিনে অ্যাওয়ার্ডস-সহ দেশি-বিদেশি বহু সম্মাননা।

(ঢাকাটাইমস/০৫এপ্রিল/এজে)

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বিনোদন এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :