‘বিগ বস’-এর ঘরে সালমানকে বিয়ের প্রস্তাব সুন্দরী প্রতিযোগীর

বিনোদন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৪ অক্টোবর ২০২৪, ১৩:১৫
অ- অ+

জীবনে বহু বিয়ের প্রস্তাব পেয়েছেন বলিউড সুপারস্টার সালমান খান। ৫৮ বছর বয়সে এখনো তিনি অবিবাহিত, তাই হয়তো ভাইজানের কাছে বিয়ের প্রস্তাবটা একটু বেশিই আসে। সেই ধারাবাহিকতায় এবার নিজের সঞ্চালিত ‘বিগ বস’-এর মঞ্চে বিয়ে প্রস্তাব পেলেন সালমান। তাও শো-এর প্রতিযোগীর কাছ থেকে!

ভারতের পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদন বলছে, হত্যার হুমকির আতঙ্ক কাটিয়ে বর্তমানে ফের ‘বিগ বস’-এর শুটিংয়ে মন দিয়েছেন সালমান খান। সপ্তাহান্তে শো-এর ঘরে নিজেই আসেন তিনি। সেই ‘উইকেন্ড কা বার’ পর্বের ঝলকের ভিডিও সম্প্রতি প্রকাশ্যে এসেছে।

এবারের ‘বিগ বস্’-এর একজন প্রতিযোগী অভিনেত্রী চাহাত পান্ডে। তার সঙ্গে কথোপকথনের সময়ই সরাসরি বিয়ের প্রস্তাব পান সালমান খান।

ভিডিওতে দেখা যায়, চাহাত কেমন মানুষকে বিয়ে করতে চান, জানতে চেয়েছেন সালমান। অন্য প্রতিযোগীদের নাম করে চাহাত তাদের গুণাবলির উল্লেখ করতে শুরু করেন। জানান তিনি কর্ণবীর মিশ্রের মতো মানুষকে চান, যিনি নিয়মিত শরীরচর্চা করে নিজের খেয়াল রাখেন।

চাহাত আবার অবিনাশ মিশ্রের মতো একজন তুখোড় নৃত্যশিল্পীকেও চান, ভিভিয়ান ডিসেনার মতো সুন্দর চুলের পুরুষকেও তিনি কামনা করেন। কিন্তু এত গুণ কি আদৌ একজন মানুষের মধ্যে থাকা সম্ভব? এই প্রশ্ন উঠতেই চাহাত সরাসরি সালমানকে বলেন, ‘তাহলে আপনিই বিয়ে করে ফেলুন না আমাকে।’

দুশ্চিন্তার পাহাড় মাথায় নিয়েও চাহাতের প্রস্তাবে সাড়া দেন সালমান। অভিনেত্রীর দিকে তাকিয়ে মিষ্টি করে হাসেন। তারপর বলেন, ‘এই যে এত রকমের গুণের কথা তুমি বললে, তার একটাও আমার মধ্যে নেই। সবচেয়ে বড় কথা, তোমার মায়ের সঙ্গে আমার একেবারেই মিল হবে না।’

এরপর চাহাত বলেন, বিষয়টি তিনি তার মায়ের কথা বলে মিটিয়ে নেবেন, কোনো অসুবিধা হবে না। নিজের ইনস্টাগ্রামে ভিডিওটি শেয়ার করেছেন অভিনেত্রী চাহাত। ক্যাপশনে লিখেছেন, ‘কোনো ক্যাপশনের প্রয়োজন নেই। ভিডিওতেই সব বলা আছে।’

(ঢাকাটাইমস/২৪অক্টোবর/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর: তাদের বিরুদ্ধে এত অভিযোগ, তবুও বহাল...
পাকিস্তান থেকে চার্টার্ড ফ্লাইটে ফেরানো হবে রিশাদ ও নাহিদকে!
মেঘনায় অনুমোদনহীন ডেন্টালে জীবাণুযুক্ত যন্ত্রপাতি ব্যবহার, ছড়াচ্ছে হেপাটাইটিস বি
ই-হজ সিস্টেমে ভিসা বাতিল করার অপশন চালু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা