আখাউড়া সীমান্ত থেকে আড়াই কোটি টাকার ভারতীয় মোবাইলের ডিসপ্লে জব্দ

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৬ অক্টোবর ২০২৪, ১৮:৪৮
অ- অ+

ভারত-বাংলাদেশ সীমান্তের ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত এলাকা থেকে আড়াই কোটি টাকার ভারতীয় অবৈধ মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ করেছে বিজিবি। শুক্রবার রাত ১০টার দিকে উপজেলার মোগড়া ইউনিয়নের বাউতলা এলাকা থেকে এগুলো জব্দ করা করা হয়। ৬০ বিজিবি থেকে প্রেস বিজ্ঞপ্তি পাঠিয়ে এ তথ্য জানানো হয়েছে।

সূত্রে জানা গেছে, শুক্রবার রাত ১০টার দিকে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর মোগড়া বিওপির একটি টহল দল সীমান্ত এলাকায় টহল পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে আখাউড়া সীমান্তের বাউতলা এলাকা থেকে ৫ হাজার ২৬০ পিস ভারতীয় অবৈধ মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ করে। জব্দকৃত মালামালের সিজার মূল্য ২ কোটি ৬৩ লাখ টাকা। তবে এসময় কাউকে আটক করা যায়নি।

৬০ বিজিবি'র অধিনায়ক লে. কর্নেল এ এম জাবের বিন জব্বার বিষয়টি নিশ্চিত করেছেন।

(ঢাকা টাইমস/২৬অক্টোবর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বৃহস্পতিবার নিক্কেই ফোরামে বক্তব্য দেবেন ড. ইউনূস
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তার বাবার ইন্তেকাল
৫৪ বছর এদেশের মানুষের জন্য বিগত সরকার কিছুই করতে পারেনি: শারমীন মুরশিদ
রাঘব-বোয়ালের দুর্নীতির তকমা অধিনস্থদের কাঁধে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা