নেলসনে পৌঁছেছেন মাশরাফিরা

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ দুই ম্যাচ খেলতে মঙ্গলবার ক্রাইস্টচার্চ থেকে নেলসনে পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। স্বাগতিক নিউজিল্যান্ডের বিরুদ্ধে নেলসনের স্যাক্সটন ওভালে আগামী ২৯ ডিসেম্বর দ্বিতীয় ওয়ানডে ম্যাচ খেলতে নামবেন মাশরাফিরা।
একই ভেন্যুতে আগামী ৩১ ডিসেম্বর সিরিজের শেষ ওয়ানডে ম্যাচে কিউইদের মুখোমুখি হবেন মাশরাফি-সাকিবরা। গতকাল ক্রাইস্টচার্চে সিরিজের প্রথম ওয়ানডেতে ৭৭ রানে হেরে যায় টাইগাররা।
গত বছর এই নেলসনে আইসিসি বিশ্বকাপের ম্যাচে স্কটল্যান্ডকে ছয় উইকেটে হারিয়েছিল বাংলাদেশ। ওই ম্যাচে প্রথমে ব্যাট করে ৩১৮ রান সংগ্রহ করে স্কটল্যান্ড। পরে ১১ বল বাকি থাকতে ছয় উইকেট হাতে রেখে জয় তুলে নেয় টাইগাররা।
(ঢাকাটাইমস/২৭ ডিসেম্বর/এসইউএল)

মন্তব্য করুন