মান রক্ষা নাকি লজ্জা

সিরিজ চলে গেছে ব্ল্যাক ক্যাপসদের ঘরে। এবার শেষ ওয়ানডের ফয়সালা। ম্যাচটি নিউজিল্যান্ডের জন্য যতখানি সহজ বাংলাদেশের জন্য ততটাই কঠিন। কারণ স্বাগতিকরা চাইবে তৃতীয় ওয়ানডে জিতে টানা তিন ম্যাচ অজেয় থাকতে। আর বাংলাদেশের লক্ষ্য মান রক্ষা করে কিউই-ওয়াশের লজ্জা এড়ানো।
একদিনের ক্রিকেটে মাশরাফির নেতৃত্বে টানা পাঁচটি সিরিজ জেতার পর নিউজিল্যান্ডের মাটিতে সিরিজ খোয়াল বাংলাদেশ। সিরিজ না জিতলেও শেষ ম্যাচটি জিততে মরিয়া টাইগাররা। ‘দ্বিতীয় ওয়ানডের হারটা সত্যিই হতাশার। ১০০ রানে এক উইকেট থাকার পরও এভাবে উইকেট বিলিয়ে দেয়া। আমার মনে হয়েছে, ব্যাটসম্যানরা তাদের পরিকল্পনা মাঠে কাজে লাগাতে পারেনি। যে কারণে দ্রুত আউট হয়েছে। তারপরও আমাদের সামনের দিকেই তাকাতে হবে। শেষ ম্যাচটি জিততে চাই।’
আগের ম্যাচে বাংলাদেশ দলে অভিষেক হয়েছিল তিন ক্রিকেটারের। মুশফিকুর রহিমের জায়গায় নুরুল হাসান। মোস্তাফিজুর রহমান ও সৌম্য সরকারের পরিবর্তে অভিষেক হয়েছে পেসার শুভাশিষ ও লেগ স্পিনার তানভীরের। এই তিন জনের মধ্যে ‘ব্যর্থ’ তানবীরকে তিরস্কার করেছে আইসিসি। ওই ম্যাচে ৮ ওভার বল করে ৪৭ রান দিয়েছেন তিনি। আর ব্যাট হাতে করেছেন ২ রান।
শেষ ম্যাচে একাদশে আসতে পারে পরিবর্তন। দলে ফিরিয়ে আনা হতে পারে সৌম্য সরকারকে। তবে সৌম্য না ফিরলে দলে জায়গা পেতে পারেন মেহেদী হাসান মিরাজ। মুশফিকুর রহিমের ইনজুরির কারণে উইকেটরক্ষক হিসেবে মূল দায়িত্বটা থাকবে নুরুল হাসান সোহানের উপর। পেসার শুভাশিষ রায়কে বসিয়ে সুযোগ পেতে পারেন রুবেল হোসেন। তবে একাদশে ফেরার সম্ভাবনা রয়েছে মোস্তাফিজুর রহমানেরও।
ম্যাচটি জিততে হলে ওপেনিং জুটিতে ভালো সংগ্রহ এনে দিতে হবে তামিম-ইমরুলকে। ব্যাট হাতে ভালো করতে হবে সাকিব আল হাসান, মোসাদ্দেক হোসেনকে। গেল দুই ম্যাচে নিষ্প্রভ থাকা মাহমুদউল্লাহ রিয়াদকে রানে ফিরতে হবে। আর বল হাতে বরাবরের মতো মাশরাফি-তাসকিনদের সঙ্গে ঝলক দেখাতে হবে সাকিবকে। এককথায় জিততে হলে গেল দুই ম্যাচের ভুল-ত্রুটি শুধরে তৃতীয় ম্যাচে ব্যাটে-বলে লড়তে হবে বাংলাদেশকে।
তাছাড়া দ্বিতীয় ওয়ানডের নীরব ‘ঘাতক অধিনায়ক কেন উইলিয়ামসনকে আমলে রেখে মাঠে নামতে হবে বাংলাদেশকে। সাকিবদের কোচ হাথুরুসিংহেও একই পথে হাঁটছেন। ‘উইলিয়ামসন সাধারণত বল করে না। কিন্তু কীভাবে যেন উইকেটগুলো নিয়ে নিলো। তাকে কীভাবে মোকাবেলা করবো, সেটা আমাদের পরিকল্পনার মধ্যে ছিল না। ও তো আসলে পার্ট-টাইম বোলার। কিন্তু দ্বিতীয় ম্যাচে ও ভালো বল করেছে। কৃতিত্ব তাকে দিতেই হবে। আমি মনে করি, আগামীতে তাকে ভালোভাবে মোকাবেলা করতে হবে আমাদের।’
২০১০ এবং ২০১৩। দুইবার বাংলাদেশের মাটিতে হোয়াইটওয়াশ হয়েছিল নিউজিল্যান্ড। এবার ঠিক তার উল্টোটা হচ্ছে। নেলসনে সিরিজের তৃতীয় ওডিআই শেষে মিলবে উত্তর। বাংলাদেশ কি পারবে জয় দিয়ে মান বাঁচাতে। নাকি ঝুলিতে পুরবে ধোলাইয়ের লজ্জা।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ:
তামিম ইকবাল, ইমরুল কায়েস, মেহেদী হাসান মিরাজ, সাব্বির রহমান, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, নুরুল হাসান সোহান, মোসাদ্দেক হোসেন সৈকত, মাশরাফি বিন মুর্তজা, রুবেল হোসেন, তাসকিন আহমেদ।
তৃতীয় ওয়ানডে:
মুখোমুখি: বাংলাদেশ-নিউজিল্যান্ড
ভেন্যু: নেলসনের স্যাক্সটন ওভাল
সময়: শনিবার ভোর ৪টা
সরাসরি: বিটিভি ও চ্যানেল নাইন
(ঢাকাটাইমস/৩০ডিসেম্বর/জেইউএম)

মন্তব্য করুন