দ্বিতীয় টেস্টে ফিরতে পারেন ইমরুল

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২১ ফেব্রুয়ারি ২০১৭, ১১:৩৭| আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০১৭, ১২:১২
অ- অ+

‘ইমরুলের ফিটনেস আগে চেয়ে অনেক ভালো। তবে শতভাগ ফিট হতে পারেনি ও। যে কারণে ইমরুলকে দলে রাখা হয়নি। তবে পুরোপুরি ফিট হয়ে উঠলে দ্বিতীয় টেস্টে রাখা হবে ইমরুলকে।’

মঙ্গলবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ১৬ সদস্যের দল ঘোষণার পর ইমরুলকে নিয়ে এসব কথা বলেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন।

‘দ্বিতীয় টেস্ট দল ঘোষণার আগে বিসিএলে দুটি ম্যাচ খেলবে ইমরুল। এরপর ৩ ফেব্রুয়ারি ওর ফিটনেস টেস্ট করা হবে। সেখানে উত্তীর্ণ হলে দলে অন্তর্ভুক্ত করা হবে ইমরুলকে।’ মন্তব্য বলেন প্রধান নির্বাচকের।

এদিকে শ্রীলঙ্কা সফরের প্রথম টেস্টের জন্য ১৬ সদস্যের দলে ডাক পেয়েছেন পেস সেনসেশন মোস্তাফিজুর রহমান। ফিরেছেন আরেক পেসার রুবেল হোসেনও।

১৬ সদস্যের বাংলাদেশ দল:

মুশফিকুর রহিম, তামিম ইকবাল, সৌম্য সরকার, মুমিনুল হক, মাহমুদউল্লাহ, সাকিব আল হাসান, সাব্বির রহমান, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ, মোসাদ্দেক হোসেন, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, কামরুল ইসলাম রাব্বি, রুবেল হোসেন, তাইজুল ইসলাম ও শুভাশীষ রায় চৌধুরী।

(ঢাকাটাইমস/২১ ফেব্রুয়ারি/জেইউএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সুষ্ঠু নির্বাচন পিআর পদ্ধতি ছাড়া সম্ভব নয়: চরমোনাই পীর
দেশে বৈধ সিসা বার নেই, রেস্তোরাঁর আড়ালে চলছে অসাধু ব্যবসা: ডিএনসি
ডেঙ্গু নিয়ে সচেতনতা বাড়াতে এগিয়ে এলো ‘স্বপ্ন’
ডাকসু নির্বাচন: প্রচারণার প্রথম দিনেই চারুকলায় শিবিরের ফেস্টুন ফেলে দিল দুর্বৃত্তরা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা