দ্বিতীয় টেস্টে ফিরতে পারেন ইমরুল

‘ইমরুলের ফিটনেস আগে চেয়ে অনেক ভালো। তবে শতভাগ ফিট হতে পারেনি ও। যে কারণে ইমরুলকে দলে রাখা হয়নি। তবে পুরোপুরি ফিট হয়ে উঠলে দ্বিতীয় টেস্টে রাখা হবে ইমরুলকে।’
মঙ্গলবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ১৬ সদস্যের দল ঘোষণার পর ইমরুলকে নিয়ে এসব কথা বলেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন।
‘দ্বিতীয় টেস্ট দল ঘোষণার আগে বিসিএলে দুটি ম্যাচ খেলবে ইমরুল। এরপর ৩ ফেব্রুয়ারি ওর ফিটনেস টেস্ট করা হবে। সেখানে উত্তীর্ণ হলে দলে অন্তর্ভুক্ত করা হবে ইমরুলকে।’ মন্তব্য বলেন প্রধান নির্বাচকের।
এদিকে শ্রীলঙ্কা সফরের প্রথম টেস্টের জন্য ১৬ সদস্যের দলে ডাক পেয়েছেন পেস সেনসেশন মোস্তাফিজুর রহমান। ফিরেছেন আরেক পেসার রুবেল হোসেনও।
১৬ সদস্যের বাংলাদেশ দল:
মুশফিকুর রহিম, তামিম ইকবাল, সৌম্য সরকার, মুমিনুল হক, মাহমুদউল্লাহ, সাকিব আল হাসান, সাব্বির রহমান, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ, মোসাদ্দেক হোসেন, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, কামরুল ইসলাম রাব্বি, রুবেল হোসেন, তাইজুল ইসলাম ও শুভাশীষ রায় চৌধুরী।
(ঢাকাটাইমস/২১ ফেব্রুয়ারি/জেইউএম)

মন্তব্য করুন