ট্রফি হাতে পেলেন মোস্তাফিজ

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি ২০১৭, ২১:০৮
অ- অ+

বাংলাদেশ থেকে এবার ক্রিকইনফোর বর্ষসেরা পুরস্কার পেয়েছেন দুই ক্রিকেটার। মেহেদী হাসান মিরাজ পেয়েছেন ২০১৬ সালের বর্ষসেরা অভিষিক্ত ক্রিকেটারের পুরস্কার। আর মোস্তাফিজুর রহমান পেয়েছেন ২০১৬ সালের সেরা টি-টোয়েন্টি বোলারের পুরস্কার।

গতকাল সন্ধ্যায় ঘোষণা করা হয় পুরস্কারপ্রাপ্তদের নাম। আর শনিবার ট্রফি হাতে পেয়েছেন মোস্তাফিজুর রহমান। এদিন বিকেলে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মোস্তাফিজের হাতে ট্রফি তুলে দেন ইএসপিএন ক্রিকইনফোর বাংলাদেশ প্রতিনিধি মোহাম্মদ ইশাম।

গত বছরের ২৬ মার্চ কলকাতার ইডেন গার্ডেনে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচটি উইকেট নেন মোস্তাফিজুর রহমান। চার ওভার বল করে তিনি ২২ রান দেন।

মোস্তাফিজুর রহমানের দুর্দান্ত বোলিং নৈপুণ্যে নিউজিল্যান্ডকে ১৪৫ রানে বেঁধে ফেলেছিল বাংলাদেশ। কিন্তু পরে ব্যাটিং ব্যর্থতার কারণে ম্যাচটিতে ৭৫ রানে হেরে যায় বাংলাদেশ।

গতবছরের শুরুর দিকটা ভালো গেলেও শেষের দিকটা ভালো যায়নি মোস্তাফিজের। ইনজুরির কারণে তিনি দীর্ঘদিন দলের বাইরে ছিলেন। গত ডিসেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের মাধ্যমে ক্রিকেটে ফিরেছেন মোস্তাফিজ।

(ঢাকাটাইমস/২৫ ফেব্রুয়ারি/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এনআরবিসি ব্যাংকের অডিট কমিটির সভা অনুষ্ঠিত 
এলপি গ্যাসের দাম কমেছে
এনআরবি ব্যাংকের ক্রেডিট কার্ড পোর্টফোলিও ৪০০ কোটি টাকা ছাড়িয়েছে
মাঠপর্যায়ে প্রতিবন্ধীদের সেবা প্রদানে জনবল সংকটসহ নানা দুর্বলতা রয়ে গেছে: বিডিডিটি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা