শনিবার শিষ্যদের নিয়ে ব্যস্ত সময় কাটালেন হালসাল

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি ২০১৭, ২১:৩৪| আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৭, ২১:৪০
অ- অ+

শ্রীলঙ্কা সফর সামনে রেখে এখন ব্যস্ত সময় পার করছে বাংলাদেশের ক্রিকেটাররা। গতকাল আনুষ্ঠানিকভাবে শুরু হয় অনুশীলন। মিরপুরে আজ দ্বিতীয় দিন ব্যস্ত সময় পার করেছে টাইগাররা। এদিন শিষ্যদের নিয়ে ব্যস্ত সময় পার করেছেন ফিল্ডিং কোচ রিচার্ড হালসাল।

আজ আউটডোর অনুশীলনে ব্যস্ত ছিলেন ক্রিকেটাররা। ব্যাটসম্যান ও বোলাররা সময় কাটিয়েছেন নেটে। সামনে অবশ্য অনুশীলনের জন্য খুব বেশি সময় পাবেন না মাশরাফি-মুশফিকরা। কারণ, আগামী ২ ও ৩ মার্চ অনুষ্ঠিত হবে প্রস্তুতি ম্যাচ।

টেস্ট সিরিজ দিয়ে শ্রীলঙ্কা সফর শুরু করবে মুশফিকরা। ৭ মার্চ গলে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। দ্বিতীয় তথা শেষ টেস্ট ম্যাচটি শুরু হবে ১৫ মার্চ। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে যথাক্রমে ২৫, ২৮ মার্চ ও ১ এপ্রিল। টি-টোয়েন্টি সিরিজের ম্যাচ দুইটি অনুষ্ঠিত হবে ৪ ও ৬ এপ্রিল।

(ঢাকাটাইমস/২৫ ফেব্রুয়ারি/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হজব্রত শেষে দেশে ফিরেছেন ৬৩ হাজার ১৮৮ হাজি
৭ জেলায় দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস
রংপুর-৪ আসনে নির্বাচন করবেন এনসিপির আখতার হোসেন
আমুর মুক্তির দাবিতে মিছিলে অংশ নেওয়ায় ছাত্রলীগ নেতা হাসানুল বারী গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা