৩৪ ওভার খেলে ৩১ রানে অলআউট

বাংলাদেশ নারী প্রিমিয়ার ক্রিকেট লিগে ঘটেছে এমন অবিশ্বাস্য ঘটনা। বিকেএসপির চার নম্বর মাঠে খেলাঘরের বিপক্ষে ৩৪ ওভার ব্যাটিং করে ৩১ রানে অলআউট হয়ে যায় ইন্দিরা রোড। তাও ১৭ রান এসেছে ব্যাটসম্যানদের ব্যাট থেকে। বাকী ১৪ রান এসেছে অতিরিক্ত থেকে।
ইন্দিরা রোডের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ ৭ রান এসেছে রিতা সাহার ব্যাট থেকে। বাকিরা কেউই দুই অংকের ঘরে পৌঁছতে পারেননি। চারজন শূন্য রানেই ফিরে গেছেন।
খেলাঘরের পক্ষে রিতু মনি ও ভারতীয় রিক্রুট রেনু যাদব ৪টি করে উইকেট শিকার করেন। একটি করে উইকেট নিয়েছেন লাবনী ও জেসমিন। ৩৪ ওভারের মধ্যে ১৫ ওভারই মেডেন নেন খেলাঘরের বোলাররা।
খেলাঘর সমাজ কল্যাণ সমিতি সেই সহজ লক্ষ্য টপকে গেছে ৮.৩ ওভারে, কোনও উইকেট না হারিয়েই। রুবাইয়া হায়দার ১৩ ও একা মল্লিক ৭ রানে অপরাজিত ছিলেন।
(ঢাকাটাইমস/২৫সেপ্টেম্বর/জেইউএম)

মন্তব্য করুন