৩৪ ওভার খেলে ৩১ রানে অলআউট

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর ২০১৭, ০৮:৫২| আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৭, ০৮:৫৭
অ- অ+

বাংলাদেশ নারী প্রিমিয়ার ক্রিকেট লিগে ঘটেছে এমন অবিশ্বাস্য ঘটনা। বিকেএসপির চার নম্বর মাঠে খেলাঘরের বিপক্ষে ৩৪ ওভার ব্যাটিং করে ৩১ রানে অলআউট হয়ে যায় ইন্দিরা রোড। তাও ১৭ রান এসেছে ব্যাটসম্যানদের ব্যাট থেকে। বাকী ১৪ রান এসেছে অতিরিক্ত থেকে।

ইন্দিরা রোডের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ ৭ রান এসেছে রিতা সাহার ব্যাট থেকে। বাকিরা কেউই দুই অংকের ঘরে পৌঁছতে পারেননি। চারজন শূন্য রানেই ফিরে গেছেন।

খেলাঘরের পক্ষে রিতু মনি ও ভারতীয় রিক্রুট রেনু যাদব ৪টি করে উইকেট শিকার করেন। একটি করে উইকেট নিয়েছেন লাবনী ও জেসমিন। ৩৪ ওভারের মধ্যে ১৫ ওভারই মেডেন নেন খেলাঘরের বোলাররা।

খেলাঘর সমাজ কল্যাণ সমিতি সেই সহজ লক্ষ্য টপকে গেছে ৮.৩ ওভারে, কোনও উইকেট না হারিয়েই। রুবাইয়া হায়দার ১৩ ও একা মল্লিক ৭ রানে অপরাজিত ছিলেন।

(ঢাকাটাইমস/২৫সেপ্টেম্বর/জেইউএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বেনাপোল সীমান্তে অবৈধ অনুপ্রবেশের সময় দুজন আটক
সচিবালয় ও যমুনার আশপাশে সভা-সমাবেশে  নিষেধাজ্ঞা
জেডআরএফ’র ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক অধ্যাপক মোর্শেদ
শ্রীপুরে ফুটবল খেলা নিয়ে দ্বন্দ্বে ছুরিকাঘাতে স্কুলছাত্র খুন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা