কল্যাণপুরের মামলায় জঙ্গি সোহেল রিমান্ড শেষে কারাগারে

আদালত প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০২ আগস্ট ২০১৭, ২০:১৯

রাজধানীর কল্যাণপুরের জঙ্গি আস্তানায় অভিযানে সন্ত্রাসবিরোধী আইনে মামলায় ২ দফা ৬ দিনের রিমান্ড শেষে জঙ্গি আব্দুস সবুর খান ওরফে হাসান ওরফে হাতকাটা সোহেল মাহফুজকে কারাগারে পাঠিয়েছে আদালত।

বুধবার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম লুৎফর রহমান শিশির তদন্ত কর্মকর্তার আবেদন অনুযায়ী কারাগারে পাঠানোর এই আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের ইন্সপেক্টর জাহাঙ্গীর আলম ৬ দিনের রিমান্ড শেষে এ আসামিকে কারাগারে পাঠানোর আবেদন করে আদালতে হাজির করেন।

এর আগে গত ২৫ জুলাই এ আসামীর তিন দিন এবং গত ২৯ জুলাই আরো তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত।

গুলশানে হোলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলা মামলার অন্যতম পরিকল্পনাকারী হিসেবে গত ৭ জুলাই চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পুষ্করিণী এলাকার ফজলুর রহমানের আমবাগানের টংঘর থেকে সোহেল মাহফুজকে গ্রেপ্তার করা হয়। পরে ওই মামলায় গত ৯ জুলাই সাত দিন এবং গত ১৭ জুলাই ছয় দিনের রিমান্ড শেষে গত ২৩ জুলাই স্বীকারোক্তি প্রদান করেন তিনি।

রাজধানীর কল্যাণপুরের ৫ নম্বর সড়কের ‘জাহাজ বিল্ডিং’ নামে পরিচিত বাড়িতে জঙ্গি আস্তানা সন্দেহে গত বছরের ২৬ জুলাই ভোররাতে অভিযান চালায় পুলিশ। অভিযানে ওই বাড়ির পঞ্চম তলায় ৯ সন্দেহভাজন জঙ্গি মারা যায়। হাসান নামে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করে পুলিশ। পালিয়ে যায় একজন। তারা সবাই জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য বলে জানিয়েছিল পুলিশ।

ওই ঘটনায় ২৭ জুলাই রাতে মিরপুর মডেল থানার পরিদর্শক মো. শাহজাহান আলম বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করেন।

(ঢাকাটাইমস/২আগস্ট/মোআ)

সংবাদটি শেয়ার করুন

আদালত বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আদালত এর সর্বশেষ

৪ জুলাই পর্যন্ত জামিন পেলেন ড. ইউনূস

ষোড়শ সংশোধনী বাতিলের রিভিউ শুনানি ১১ জুলাই

ভিকারুননিসায় সেই ১৬৯ শিক্ষার্থীর ভর্তি বাতিল, অনিয়ম তদন্তের নির্দেশ

ডেসটিনির নতুন চেয়ারম্যান ব্যারিস্টার প্রশান্ত বড়ুয়া

ভোটারদের রিসোর্টে নিতেন ডিপজল, দেখাতেন টাকার প্রলোভন: নিপুণের আইনজীবী

শিল্পী সমিতি: নিপুণের রিটে স্থগিত ডিপজলের সাধারণ সম্পাদক পদ

সেলিম প্রধানের মনোনয়নপত্র বাতিলই রইল, আদালতের সময় নষ্ট করায় জরিমানা 

সার আত্মসাৎ: দুদকের মামলায় কারাগারে সাবেক সংসদ সদস্য পোটন

‘মৃত্যুদণ্ড চূড়ান্ত হওয়ার আগে কনডেম সেলে নয়’ হাইকোর্টের দেওয়া রায় স্থগিত

শিল্পী সমিতি: মিশা-ডিপজল কমিটির দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা চেয়ে নিপুণের রিট

এই বিভাগের সব খবর

শিরোনাম :