ঘুমের মধ্যে সাপের কামড়ে স্কুলছাত্রের মৃত্যু

কালকিনি প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১১ সেপ্টেম্বর ২০১৭, ১০:৫৬

মাদারীপুরের কালকিনিতে সাপের কামড়ে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। ১২ বছর বয়সী ওই স্কুলছাত্রের নাম মো. হোসাইন।

রবিবার রাতে ঘুমিয়ে থাকা অবস্থায় সাপে কামড় দিলে তার মৃত্যু হয়। হোসাইন কয়ারিয়া ঈদগাঁ উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র।

জানা গেছে, উপজেলার কয়ারিয়া এলাকার তাল্লুক গ্রামের হারুন সরদারের স্কুলপড়–য়া ছেলে হোসাইন রাতে লেখাপড়া শেষে ঘুমিয়ে যায়। এ সময় একটি সাপ এসে তার হাতের উপর ছোবল দিয়ে পালিয়ে যায়। পরে তার মুখ দিয়ে বমি হতে শুরু করে। এর কিছুক্ষণ পর বাড়িতেই তার মৃত্যু হয়।

সাবেক ইউপি সদস্য এম এ হাসান বলেন, ঘুমিয়ে থাকা অবস্থায় রাতে হোসাইনকে একটি সাপ কামড় দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এদিকে হোসাইনের মত্যুর খবরে ছড়িয়ে পড়লে তার গ্রাম ও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে শোকের ছায়া নেমে আসে।

ঢাকাটাইমস/১১সেপ্টেম্বর/প্রতিনিধি/এমআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :