নারী যাত্রীদের সেবায় বেঙ্গালুরুতে পিঙ্ক ট্যাক্সি

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ১৫ জানুয়ারি ২০১৯, ২০:২৩ | প্রকাশিত : ১৫ জানুয়ারি ২০১৯, ২০:২১

পথে নারী যাত্রীদের নিরাপত্তার জন্য নতুন পদক্ষেপ নিয়েছে ভারতের কর্নাটক প্রদেশের বেঙ্গালুরু বিমানবন্দর। বিমানবন্দর থেকে বেরিয়ে নারী যাত্রীদের গন্তব্যে পৌঁছে দেবে নারীদের পরিচালিত ক্যাব। এই ক্যাবের চালকও নারী। বেঙ্গালুরুর কেম্পেগোড়া আন্তর্জাতিক বিমানবন্দরে গত সোমবার থেকে চালু হওয়া এই ক্যাব পরিষেবার নাম দেওয়া হয়েছে পিঙ্ক ট্যাক্সি।

পিঙ্ক ট্যাক্সি পরিষেবা প্রদানকারী নারী চালকেরা একাধিক ভাষায় কথা বলতে পারেন। তারা স্থানীয় এলাকা সম্পর্কে ওয়াকিবহাল। পাশাপাশি বিপদে পড়লে যাতে যাত্রীকে নিরাপদে রেখে নিজে আত্মরক্ষা করতে পারেন, সে জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণও দেওয়া হয়েছে তাদের।

সব বয়সের নারী যাত্রীদের নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে এই ট্যাক্সিতে থাকবে জিপিএস ট্র্যাকিং ও জরুরিকালীন সুইচের ব্যবস্থা।

কর্নাটক রাজ্য পরিবহন সংস্থার ব্যবস্থাপনা পরিচালক কুমার পুষ্কর বলেন, ‘বিমানবন্দর থেকে গন্তব্যে পৌঁছরনোর সময় নারীদের নিরাপত্তা নিশ্চিত করতেই পিঙ্ক ট্যাক্সি পরিষেবা শুরু করা হয়েছে। এই উদ্যোগের জন্য পরিষেবা প্রদানকারী নারী চালকদের নতুন কর্মসংস্থানের পাশাপাশি স্বনির্ভরতাও এসেছে।’

(ঢাকাটাইমস/১৫জানুয়ারি/এসআই)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :